বই লাভার'স পোলাপান (Boi lover's polapan) discussion

23 views
Member's Book Logs - 2017 > How this section works (rules & help tips)

Comments Showing 1-2 of 2 (2 new)    post a comment »
dateUp arrow    newest »

message 1: by Bookish (last edited Jan 03, 2015 01:12PM) (new)

Bookish (moon513) | 347 comments Mod
এখানে শুধুমাত্র এ বছর আপনি যেই বইগুলো পড়ার প্ল্যান করছেন (মাসিক অথবা বার্ষিক) এবং গ্রুপ এর সাথে কি বই পড়ছেন অথবা চ্যালেঞ্জ এ অংশ নিচ্ছেন সেগুলোর তালিকা করবেন। অন্যান্য টপিক পোস্ট করলে অন্য সেকশন এ সরিয়ে নেয়া হবে অথবা মুছে দেয়া হবে।
বুক লগ ওপেন করবেন যেভাবে


message 2: by Bookish (new)

Bookish (moon513) | 347 comments Mod
এক্সপেরিয়েন্স থেকে জানি এমন বুকলগ অনেক উপকারী যদি আপনি কোন বুক চ্যালেঞ্জ এ পার্টিসিপেট করেন। কিছু গ্রুপ এ সিস্টেম আছে চ্যালেঞ্জ এর পোস্ট এ কমেন্ট করে দেওয়া। সময়ের সাথে সাথে আপনি চ্যালেঞ্জ এ প্রগ্রেস করলে, আই মিন চ্যালেঞ্জের রুলস অনুযায়ী বই পড়ে কমপ্লিট করলে সেই কমেন্ট খুজে নিয়ে সেটা এডিট করে দেওয়া যেন গ্রুপ এর অন্যসবাই জানতে পারেন আপনি অংশগ্রহণ করছেন এবং আপনার প্রগেস দেখতে পারে।
কিন্তু এই সিস্টেম এর অনেক বড় অসুবিধা হল অংশগ্রহণকারী সদস্যদের জন্য - এত কমেন্ট এর ভেতর নিজের কমেন্ট খুজে বের করা অনেক কষ্টের। কিছু গ্রুপ এ নিজের বুকলগ খোলার অপশন রাখে, যেটা ব্যবহার করে আমি বুঝেছি এর প্রয়োজনীতা এবং উপকারীতা কতটা। যেই চ্যালেঞ্জ এ আমি পারটিসিপেট করছি সেটা আমার বুক লগে কমেন্ট এ লিখে সেই কমেন্ট এর লিংক ওই চ্যালেঞ্জের অরিজিনাল পোস্টে কমেন্ট করে দিলে যে কেউ আমি অংশ নিচ্ছি কিনা জানতে পারলো + আমি কি কি পড়ছি সেটাও দেখতে পারলো। আমার নিজেরো আর কোথায় কবে কি কমেন্ট করেছি খুজতে গিয়ে মাথা ব্যাথা হয়ে যাবেনা!


back to top

153408

বই লাভার'স পোলাপান (Boi lover's polapan)

unread topics | mark unread