বই লাভার'স পোলাপান (Boi lover's polapan) discussion
Member's Book Logs - 2017
>
How this section works (rules & help tips)
date
newest »
newest »
এক্সপেরিয়েন্স থেকে জানি এমন বুকলগ অনেক উপকারী যদি আপনি কোন বুক চ্যালেঞ্জ এ পার্টিসিপেট করেন। কিছু গ্রুপ এ সিস্টেম আছে চ্যালেঞ্জ এর পোস্ট এ কমেন্ট করে দেওয়া। সময়ের সাথে সাথে আপনি চ্যালেঞ্জ এ প্রগ্রেস করলে, আই মিন চ্যালেঞ্জের রুলস অনুযায়ী বই পড়ে কমপ্লিট করলে সেই কমেন্ট খুজে নিয়ে সেটা এডিট করে দেওয়া যেন গ্রুপ এর অন্যসবাই জানতে পারেন আপনি অংশগ্রহণ করছেন এবং আপনার প্রগেস দেখতে পারে।
কিন্তু এই সিস্টেম এর অনেক বড় অসুবিধা হল অংশগ্রহণকারী সদস্যদের জন্য - এত কমেন্ট এর ভেতর নিজের কমেন্ট খুজে বের করা অনেক কষ্টের। কিছু গ্রুপ এ নিজের বুকলগ খোলার অপশন রাখে, যেটা ব্যবহার করে আমি বুঝেছি এর প্রয়োজনীতা এবং উপকারীতা কতটা। যেই চ্যালেঞ্জ এ আমি পারটিসিপেট করছি সেটা আমার বুক লগে কমেন্ট এ লিখে সেই কমেন্ট এর লিংক ওই চ্যালেঞ্জের অরিজিনাল পোস্টে কমেন্ট করে দিলে যে কেউ আমি অংশ নিচ্ছি কিনা জানতে পারলো + আমি কি কি পড়ছি সেটাও দেখতে পারলো। আমার নিজেরো আর কোথায় কবে কি কমেন্ট করেছি খুজতে গিয়ে মাথা ব্যাথা হয়ে যাবেনা!
কিন্তু এই সিস্টেম এর অনেক বড় অসুবিধা হল অংশগ্রহণকারী সদস্যদের জন্য - এত কমেন্ট এর ভেতর নিজের কমেন্ট খুজে বের করা অনেক কষ্টের। কিছু গ্রুপ এ নিজের বুকলগ খোলার অপশন রাখে, যেটা ব্যবহার করে আমি বুঝেছি এর প্রয়োজনীতা এবং উপকারীতা কতটা। যেই চ্যালেঞ্জ এ আমি পারটিসিপেট করছি সেটা আমার বুক লগে কমেন্ট এ লিখে সেই কমেন্ট এর লিংক ওই চ্যালেঞ্জের অরিজিনাল পোস্টে কমেন্ট করে দিলে যে কেউ আমি অংশ নিচ্ছি কিনা জানতে পারলো + আমি কি কি পড়ছি সেটাও দেখতে পারলো। আমার নিজেরো আর কোথায় কবে কি কমেন্ট করেছি খুজতে গিয়ে মাথা ব্যাথা হয়ে যাবেনা!



বুক লগ ওপেন করবেন যেভাবে