বই লাভার'স পোলাপান (Boi lover's polapan) discussion
Games for Fun
>
মজার খেলা: “এটা নাকি ওটা?”
Bookish wrote: "Sinistre wrote: "রাত। সুখ নাকি দুঃখ?"সুখ :p
জ্ঞান নাকি ক্ষমতা?"
হা হা।আমি দুঃখ।আপনার এটা অনেক কঠিন হয়ে গেছে।
জ্ঞান।গল্প নাকি কবিতা?
হুম সত্যি।দুঃখে না থাকলে সুখের মানে বোঝা যায় না।তাই বলে আবার সবসময়ই দুঃখে থাকতে চাই না।মাঝে মাঝে সুখ থাকলেই হবে।কবিতা আমার একদমই ভাল্লাগে না।পাঠ্যবইয়ের কারণে পড়া গুটিকয়েক কবিতাই পড়া হয়েছে।তারমধ্যে একটাই ভাল লেগেছিল, ১৮ বছর বয়স কি দুঃসহ (নামটা সঠিক খেয়াল নেই)সমুদ্র।সূর্য নাকি চাঁদ?
Sinistre wrote: "হুম সত্যি।দুঃখে না থাকলে সুখের মানে বোঝা যায় না।তাই বলে আবার সবসময়ই দুঃখে থাকতে চাই না।মাঝে মাঝে সুখ থাকলেই হবে।কবিতা আমার একদমই ভাল্লাগে না।পাঠ্যবইয়ের কারণে পড়া গুটিকয়েক কবিতাই পড়া হয়েছে।তারমধ্যে ..."
হুম দুঃখ ছাড়া আসলেই সুখের মর্ম বোঝা যায়না তবুও এই ২টির মধ্যে অপশন দিলে আমি সুখকেই বেছে নিবো, মর্ম না বুঝেও শুধু সুখ পেয়ে যেতে কোন আপত্তি নেই। ;)
কবিতা কালে ভদ্রে পড়তে ভালো লাগে তবে গল্প-উপন্যাসের ধারে কাছেও আসবেনা। তো আমিও গল্প। সমুদ্র এবং বনের মাঝে আমি কনফিউজ থাকি। পানি ভয় পাই তবে সস্মুদ্র সৈকতের প্রতি আমার দুর্বলতা বনের থেকে বেশি।
চাঁদ কে বেছে নিবো। গনগনে সূর্যের তাপের থেকে চাঁদের আলো বেশি উপভোগ্য।
অন্ধকার নাকি একাকীত্ব?
হুম দুঃখ ছাড়া আসলেই সুখের মর্ম বোঝা যায়না তবুও এই ২টির মধ্যে অপশন দিলে আমি সুখকেই বেছে নিবো, মর্ম না বুঝেও শুধু সুখ পেয়ে যেতে কোন আপত্তি নেই। ;)
কবিতা কালে ভদ্রে পড়তে ভালো লাগে তবে গল্প-উপন্যাসের ধারে কাছেও আসবেনা। তো আমিও গল্প। সমুদ্র এবং বনের মাঝে আমি কনফিউজ থাকি। পানি ভয় পাই তবে সস্মুদ্র সৈকতের প্রতি আমার দুর্বলতা বনের থেকে বেশি।
চাঁদ কে বেছে নিবো। গনগনে সূর্যের তাপের থেকে চাঁদের আলো বেশি উপভোগ্য।
অন্ধকার নাকি একাকীত্ব?
Sinistre wrote: "একাকীত্ব। গ্রীষ্ম নাকি বর্ষা?"
দুটাই তেমন পছন্দের ঋতু নয় কারনে বাইরে ঘুরতে ২জনেই অনেক বাধা তৈরি করে। কিন্তু বর্ষা অনেক উপভোগ্য ছুটির দিন কাটানোর জন্য। তাই বর্ষা বেছে নিলাম।
নৌকো নাকি ট্রেন?
দুটাই তেমন পছন্দের ঋতু নয় কারনে বাইরে ঘুরতে ২জনেই অনেক বাধা তৈরি করে। কিন্তু বর্ষা অনেক উপভোগ্য ছুটির দিন কাটানোর জন্য। তাই বর্ষা বেছে নিলাম।
নৌকো নাকি ট্রেন?
Auyon wrote: "Tanvir wrote: "শার্লক হোমস।ফুল না অস্ত্র???"
বাহ মজার খেলা তো!!
ডেফিনেটলি ফুল। সাদা না কালো?"
কালো।
নতুন নাকি পুরনো?
বাহ মজার খেলা তো!!
ডেফিনেটলি ফুল। সাদা না কালো?"
কালো।
নতুন নাকি পুরনো?
Sinistre wrote: "ফিকশন নাকি ফ্যান্টাসি?"ফ্যান্টাসী।
সরি সৌরভ ভাই, আপনারটা বোধহয় দেরী করে উত্তর দেয়া।
চা নাকি কফি?
আচ্ছা কেউ কি আমাকে বলবেন কালিয়াটা আসলে কি? টেনিদা পড়তে পড়তে এটা অনেক খেতে ইচ্ছা হত। তিন গোয়েন্দা। টেনিদা নাকি ঘনাদা?
কালিয়া একধরনের ঘন ঝোলের রান্না (ভুনা), মাংসে/মাছে মশলা/সস দিয়ে এমনভাবে পোড়া পোড়া করে রান্না করা হয় যেন এটা কালচে রং ধারন করে।
টেনিদা।
নান রুটি নাকি পরোটা?
টেনিদা।
নান রুটি নাকি পরোটা?








“এটা নাকি ওটা?”
২টি জিনিস এর নাম দেয়া হবে, একটিকেই শুধু বেছে নিতে পারবেন। উত্তরদাতা উত্তর দিয়ে আবার নিজের একটি প্রশ্ন করবেন।
যেমন –
প্রথম ব্যক্তিঃ গ্রীষ্ম নাকি শীত?
দ্বিতীয় ব্যক্তিঃ শীত। চা নাকি কফি?
তৃতীয় ব্যক্তিঃ চা। ইবুক নাকি হার্ড কপি?
প্রথম ব্যক্তিঃ হার্ড কপি। বাস নাকি ট্রেন? [অর্থাৎ একি ব্যক্তি খেলাটিতে নিজের ইচ্ছেমতো যত খুশি ততবার অংশ নিতে পারবেন।]
আমি শুরু করছি। রাত নাকি দিন?