বই লাভার'স পোলাপান (Boi lover's polapan) discussion
Games for Fun
>
মজার খেলাঃ "হ্যাঁ" অথবা "না"
হ্যাঁ। আগেও পড়তাম এখনো পড়ি। :)
আমার পরের ব্যক্তিটি ছোটবেলায় বকা খাবার ভয়ে বইয়ের ভাঁজে লুকিয়ে বই পড়তেন।
আমার পরের ব্যক্তিটি ছোটবেলায় বকা খাবার ভয়ে বইয়ের ভাঁজে লুকিয়ে বই পড়তেন।
হুম শুধু একবারই করেছি, হ্যারি পটার বই যখন মাত্র পড়া শুরু করি ভার্সিটি লাইফে :v।
উত্তর হ্যাঁ।
আমার পরের ব্যক্তিটি এখন ঐতিহাসিক পটভূমিতে লেখা কোন গল্পের বই পড়ছেন।
উত্তর হ্যাঁ।
আমার পরের ব্যক্তিটি এখন ঐতিহাসিক পটভূমিতে লেখা কোন গল্পের বই পড়ছেন।
হ্যাঁ। সেবার এখন যেরকম হরর প্রীতি চলছে, তার মাঝামাঝি সময়ে নাম দেখে বুঝতে না পেরে কিনে ফেলেছি। পরে ট্রেনে বসে পড়তে গিয়ে দেখি এই বই অলরেডি বাসায় আছে!আমার পরের ব্যক্তিটি একুশে বইমেলায় বই কেনার জন্য সারা বছর ধরে টাকা জমান।
Sourav wrote: "আমার পরের ব্যক্তি সফটকপি থেকে হার্ডকপিতে বই পড়তে ভালোবাসেন??"হ্যাঁ।
আমার পরের ব্যক্তিটি বই ধার করে পড়ার চেয়ে কিনে পড়তে পছন্দ করেন।
না।সুনীল গঙ্গোপাধ্যায়ের কোনো কবিতাই পড়া হয় নি আজতক।কবিতা পড়িই না বলা চলে।আমার পরের ব্যক্তিটির পছন্দের অন্যতম চরিত্র MR9.
Auyon wrote: "হ্যাঁ। রানা ছাড়া আর আছে কি?
আমার পরের ব্যক্তিটি বই ধার দেন না।"
না। দেই, তবে খুশি মনে না। এবং যেই ব্যক্তিকে দেই তাকে ভালো মতো নরমগরম কথায় বুঝিয়ে দেই বই যে অবস্থায় দেয়া হচ্ছে সেই অবস্থায় ফেরত পাওয়া না গেলে তার ফল ভালো হবেনা 3:)
আমার পরের ব্যক্তিটির সারা রাত জেগে বই পড়ার অভ্যাস আছে।
আমার পরের ব্যক্তিটি বই ধার দেন না।"
না। দেই, তবে খুশি মনে না। এবং যেই ব্যক্তিকে দেই তাকে ভালো মতো নরমগরম কথায় বুঝিয়ে দেই বই যে অবস্থায় দেয়া হচ্ছে সেই অবস্থায় ফেরত পাওয়া না গেলে তার ফল ভালো হবেনা 3:)
আমার পরের ব্যক্তিটির সারা রাত জেগে বই পড়ার অভ্যাস আছে।
হ্যা।একদম সত্যি কথা বলেছেন। এইমাসে ১৫টা বই কিনে আমি পুরোই দেউলিয়া হয়ে গেছি। সামনে বইমেলায় কি কিনবো এই নিয়ে মহা টেনশনে আছি!
আমার পরের ব্যক্তিটি আসন্ন একুশে বইমেলায় কি কি বই কিনবেন তার লিস্ট বানাচ্ছেন!
না!! অত্যন্ত মনস্তাপের সাথে না লিখতে হচ্ছে - বইমেলায় বই কিনতে যেতে পারছি না এটাই আমার এখন সবচেয়ে বড় কষ্ট!!আমার পরের ব্যক্তিটি বইমেলায় বই কেনার জন্য সারাবছর ধরে টাকা জমান।
না।বইয়ের প্রতি থাকলেও বইমেলার প্রতি আসলে আমার আলাদা কোন দুর্বলতা নেই।গতবারের অভিজ্ঞতায় সেটা আরও কমে গিয়েছে।আমার পরের ব্যক্তিটি একটি ঈর্ষা জাগানো লাইব্রেরির স্বপ্ন দেখেন।
হ্যাঁ।সাধ্য আর স্বপ্নের মধ্যে হিমালয়সম ফারাক।
আমার পরের ব্যক্তিটির বিশাল একটা ঈর্ষণীয় ব্যক্তিগত সংগ্রহ আছে।
না। ল্যাপটপ এর ইবুক এর সংগ্রহ বিশাল হলেও ব্যক্তিগত লাইব্রেরী র হিসেবে আমার সংগ্রহ ঈর্ষা জাগানোর মতো কিছুনা।
আমার পরের ব্যক্তিটি বই থেকে একদিন ও দুরে থাকতে পারেননা।
আমার পরের ব্যক্তিটি বই থেকে একদিন ও দুরে থাকতে পারেননা।
হ্যা আবার না। দূরে থাকতে পারিনা কথাটা ঠিক তবে পরিস্থিতির দ্বারা আক্রান্ত হয়ে মাঝে মাঝে এমনও হয়েছে যে টানা এক/দুই মাস একটা বই ও পড়িনি। আবার পরীক্ষার আগের রাতেও রাত জেগে গল্পের বই পড়েছি এমন নজিরও আছে। :)
আমার পরের ব্যক্তিটির পরীক্ষার আগের রাতে গল্পের বই পড়ার অভিজ্ঞতা আছে।
হ্যা।সবচেয়ে বেশি রি রিড করেছি- পথের পাঁচালী, অপরাজিত, অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, টুকুনজিল, কাজী আনোয়ার হোসেন সম্পাদিত "রবিনহুড" :)
আমার পরের ব্যক্তিটি কাউকে উপহার হিসেবে বই দিতে পছন্দ করেন।
হ্যা। তবে বিশেষ বিশেষ লাইন, কোটেশন আন্ডারলাইন করে রাখতে পছন্দ করি।
আমার পরের ব্যক্তিটি ভালো ছবি আঁকতে পারেন।
হ্যা। কেন জানি বিশ্বাস অপেক্ষা যুক্তি আমার কাছে গ্রহনযোগ্য মনে হয়।আপনার বংশের মধ্যে একমাত্র আপনই বই (গল্পের) পড়েন আর কেউ পড়ে না?
না। গল্পের বইয়ের প্রতি আকর্ষণ দাদা বাড়ির দিকের মানুষের কমবেশি সবার আছে।
আমার পরের ব্যক্তিটি ইতিমধ্যে বইমেলায় গিয়ে ঘুরে এসেছেন।
আমার পরের ব্যক্তিটি ইতিমধ্যে বইমেলায় গিয়ে ঘুরে এসেছেন।
না। বইমেলায় অনেকদিন হলো যাই নি।আমার পরের ব্যক্তিটি অনেক দামী বই কিনেন কিন্তু দাম দিয়ে কিনে বকা খাবার ভয়ে বইয়ের দাম কম বলে চালিয়ে দেন?
কিছুটা। ঠিক বকার ভয়ে না, ভাব নেয়ার জন্য। পুরানো বই পঞ্চাশ-ষাইট-আশি-দুইশো এমন কি পাঁচশো পর্যন্ত টাকা দিয়ে কিনে বিশ-তিরিশ-চল্লিশ টাকা দিয়ে কিনেছি বলার রেওয়াজ অনেক পুরানো, খুব একটা পার্ট হয় মাঝ দিয়ে। একবার সিমাস হিনী দেড়শো দিয়ে কিনে বন্ধুদের বললাম চল্লিশে কেনা, আর আরেকবার খেই হারায়ে দাবি করে বসেছিলাম, পিরানদেল্লোর একটা কালেকশন মোটে আট টাকা নিছে!অবশ্য চাপার হাতেখড়ি যখন জোজো-টেনিদা-আর-ঘনাদার হাতে, আমি তো এইটুকু করতেই পারি।
(নতুন বই সচরাচর কিনতে পারি না, দুই পকেটেই পয়সার প্রচণ্ড অভাব)
আমার পরের মানুষটা বিয়েতে উপহার হিসেবে বই দেন অনেক সময়।
হ্যা। ঘুমানোর আগে বই পড়া অভ্যাস। পড়তে পড়তে প্রায়ই ঘুমিয়ে যাই বই পাশে রেখে। আমার পরের জন বইয়ের ছবি আপলোড দিতে খুব পছন্দ করেন।
না। তেমন একটা পছন্দ করি না। তবে বই কালেকশন দেখিয়ে শ্লাঘা অনুভব করি বেশ।পরের কমেন্টকারী ব্যক্তি শুধুই অরিজিনাল প্রিন্টের বই কিনেন এবং পড়েন?









বই অথবা বই পড়া নিয়ে নিয়ে একটি বাক্য লিখবেন "আমার পরের ব্যক্তিটি" দিয়ে শুরু করে। সেটা পরবর্তী মন্তব্যকারী তার জন্য সত্যি হলে "হ্যাঁ", মিথ্যা হলে "না" লিখে, নতুন আরেকটি বাক্য লিখে দিবেন পরের ব্যক্তির জন্য। বাক্য টি বই নিয়ে যে কোন কিছুই হতে পারে।
যেমন - "আমার পরের ব্যক্তিটি রহস্য গল্প পড়তে ভালোবাসেন" / "আমার পরের ব্যক্তিটি এখন একটি হরর গল্পের বই পড়ছেন" / "আমার পরের ব্যক্তিটি ছোটবেলায় লুকিয়ে বই পড়তেন" / "আমার পরের ব্যক্তিটি বই পড়ে কাঁদেন" / "আমার পরের ব্যক্তিটি বই পড়ার জন্য বাসায় বকা খান" / "আমার পরের ব্যক্তিটি কাজ ফেলে বই পড়েন" ইত্যাদি।
প্রথমে আমি শুরু করলাম।