বই লাভার'স পোলাপান (Boi lover's polapan) discussion

52 views
Off Topic > যাযাবরের জন্ম ও মৃত্যু

Comments Showing 1-3 of 3 (3 new)    post a comment »
dateUp arrow    newest »

message 1: by Nabila (new)

Nabila Tabassum Chowdhury (nabilatchy) | 1 comments যাযাবর ছদ্মনামে লেখালেখি করা বিনয় মুখোপাধ্যায়ের জন্ম মৃত্যু সাল জানা থাকলে জানাবেন প্লিজ। https://www.goodreads.com/author/show... এই লিংকে একটি এডিট প্রয়োজন। কেউ একজন বারবার নিজে যাযাবর হয়ে goodreads author হয়ে যাচ্ছে। মৃত্যু সাল দেয়া থাকলে এই ব্যাপারটি ঘটবে বলে মনে হয় না।


message 2: by Auyon (new)

Auyon (engrauyon) | 95 comments যাযাবরের জন্ম ও মৃত্যু সন সম্পর্কে সঠিক জানা নেই। শুধু এটুকু জানি যে উনার লেখা দৃষ্টিপাত বই হিসেবে প্রকাশিত হয় জানুয়ারী ১৯৪৭ সালে (পৌষ ১৩৫৩)। বই হিসেবে প্রকাশের আগে তৎকালীন জনপ্রিয় পত্রিকা মাসিক বসুমতীতে ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়েছিল এবং প্রচুর আলোড়ন তুলেছিল। যতদূর তথ্য আছে আমার কাছে, তাতে দেখছি দৃষ্টিপাত ১৯৫০ সালে সমকালীন বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ বই হিসেবে নরসিংহ দাস পুরস্কার পায় আর ১৯৬০ সালে হিন্দীতে অনুবাদ হয়। যাযাবরের লেখা আরো কয়েকটি ভাষাতে অনুদিত হয়েছিল। যাযাবর বিদ্যাসাগর পুরস্কারেও ভূষিত হয়েছিলেন। ও, বলতে ভুলে গেছি যাযাবরের আসল নাম বিনয় মুখোপাধ্যায়।


message 3: by Rizwan (new)

Rizwan Khalil Nabila wrote: "যাযাবর ছদ্মনামে লেখালেখি করা বিনয় মুখোপাধ্যায়ের জন্ম মৃত্যু সাল জানা থাকলে জানাবেন প্লিজ। https://www.goodreads.com/author/show... এই লিংকে একটি এডিট প্রয়োজন। কেউ ..."

আপনি কি আমাদের ফেসবুক গ্রুপের সদস্য? যদি হন (বা নাও হন, অন্যকোন ফেসবুক গ্রুপের মেম্বার হলেও) তাহলে ফেসবুকে পোস্টটা করে দেখতে পারেন, সেখানে অনেক বেশি মেম্বার থাকায় হয়তো কারও না কারও ধারণা থাকতে পারে এ ব্যাপারে।


back to top

153408

বই লাভার'স পোলাপান (Boi lover's polapan)

unread topics | mark unread