বই লাভার'স পোলাপান (Boi lover's polapan) discussion

36 views
Buddy Read > How this section works

Comments Showing 1-1 of 1 (1 new)    post a comment »
dateUp arrow    newest »

message 1: by Bookish (last edited Feb 25, 2015 08:58PM) (new)

Bookish (moon513) | 347 comments Mod
সহপড়ুয়া কোন বন্ধুর সাথে বই পড়ার আনন্দ অন্যরকম এবং এর মজাই আলাদা। এই গ্রুপে তাই “Buddy Read” সেকশন খোলা হল যেন সদস্যরা একটি প্ল্যাটফর্ম পান যেখানে নিজের পছন্দের ধরণের বই অন্য পড়ার জন্য এক বা একাধিক কোন সদস্য কে খুঁজে নিতে পারেন। এই সেকশন এর ২টি ভাগ করা হয়েছে, ১. Member’s Choice এবং ২. Group Read Series Continuation

***এই পোস্ট টি শুধু মাত্র Buddy Read সেকশন এর নিয়মাবলী এবং কার্যক্রম ব্যাখ্যা করার জন্য। বাডি রিড করার জন্য এর নিচের লেখাটি পড়ে, বাডি রিড কিভাবে হবে এর নিয়মাবলী ভালো মত বুঝে নিয়ে Member’s Choice অথবা Group Read Series Continuation থ্রেড এ চলে যান। বাডি রিড নিয়ে কোন কনফিউশন/প্রশ্ন থাকলে এই পোস্টেই কমেন্ট করুন।

***গ্রুপ এর মান্থলি রিড এ সিলেক্ট হওয়া কোন সিরিজ বইয়ের পরবর্তী বইগুলো নিয়ে বাডি রিড করতে Group Read Series Continuation এ বাডি রিড রিকোয়েস্ট কমেন্ট করবেন। Member’s Choice এবং Group Read Series Continuation এর মধ্যে বাডি রিড Mixed Up করে Confusion Create না করতে অনুরোধ করছি।

***গ্রুপ এর মান্থলি রিড এ সিলেক্ট হওয়া কোন বই নিয়ে বাডি রিড করার কোন প্রয়োজনীতা দেখিনা, যেহেতু বইটি আপনি পুরো গ্রুপের সাথেই এক অর্থে বাডি রিড করছেন এবং গ্রুপে মান্থলি রিডে সিলেক্ট হওয়া বই নিয়ে যেই ডিসকাশন টপিক ওপেন করা হয় তাতে যে কেউ নিজের রিভিউ/মতামত লিখে যে কোন সময় কমেন্ট করতে পারবেন তাই আলাদা করে একটি বই নিয়ে একাধিক ডিসকাশন টপিক ওপেন করার কোন যুক্তি নেই। তাই গ্রুপের মান্থলি রিড এ সিলেক্ট হওয়া বইগুলো নিয়ে বাডি রিড রিকোয়েস্ট করা থেকে বিরত থাকতে অনুরোধ করছি। একাধিক সদস্যদের মধ্যে হয়ে থাকা বাডি রিডের কোন বই যদি গ্রুপ মান্থলি রিডের জন্য সিলেক্ট হয়ে যায় আমরা বাডি রিডের ডিসকাশন টপিকে বইটির রিভিউ অথবা আলোচনা continue করবো।


১. Member’s Choice

এখানে সদস্যরা যেই বইটি বাডি রিড করতে চান সেই বইটির নাম কমেন্ট করে দিবেন। বইটি কবে থেকে পড়া শুরু করতে চান তার একটি সম্ভাব্য তারিখ ও দিয়ে দিতে পারেন, এতে যারা আপনার বাডি রিড রিকোয়েস্ট সাড়া দিবেন তাদের জন্যও সুবিধা হবে। একটি বইয়ের বাডি রিড ২ বা এরও অধিক সদস্যদের মধ্যে হতে পারে। তাই যারা বইটি বাডি রিড করতে ইচ্ছুক তারা সাড়া দিয়ে কমেন্ট করতে পারেন বাডির সংখ্যা নিয়ে কোন চিন্তা করা ছাড়াই। “Buddy Read –Member’s Choice” নামে একটি শেলফ থাকবে আমাদের গ্রুপ এ, যখন আপনারা একটি নির্দিষ্ট বইয়ের বাডি রিড শুরু করবেন তখন ওই শেলফে ওই বইটি এড করে দেয়া হবে এবং ওই বইটির নামে একটি ডিসকাশন টপিক বাডি রিড সেকশনে ওপেন করে দেয়া হবে যেন আপনারা বইটি নিয়ে নিজেদের মত কথা/আলোচনা চালিয়ে যেতে পারেন, একে অপরকে বইটি কতটুকু পড়েছেন তার প্রগেস জানাতে পারেন এবং অন্য কেউ আগ্রহী হয়ে থাকলে আপনাদের সাথে ওই বাডি রিড এ অংশ নিতে পারেন।

Member’s Choice বাডি রিড এর অরিজিনাল পোস্টে অর্থাৎ সর্বপ্রথম কমেন্টে - যারা বাডি রিড করতে চাচ্ছেন, যারা অলরেডি বাডি রিড করছেন, এবং বিগত বাডি রিড করা হয়েছে – এসব নিয়ে একটি সামারি থাকবে যেন যে কেউ পছন্দের বাডি রিড করতে ইচ্ছুক হলে রেসপন্স করতে পারেন অথবা Current Buddy Read এ অংশ নিতে পারেন অথবা বিগত বাডি রিড যারা করেছেন তাদের রিভিউ/ডিসকাসন পড়ে একটি বই সম্পর্কে ধারণা নিতে পারেন।

Summary টা হবে নিম্নরূপঃ

Buddy Searching: (যারা বাডি রিড এর জন্যে বই এর নাম কমেন্ট করবেন তাদের নাম এবং বইয়ের নাম তাদের কমেন্টের লিংক সহ এই সেকশনে থাকবে)
Book Name – Member’s name – request link

Current Buddy Reads: (বাডি রিকোয়েস্ট এ অন্য সদস্য/সদস্যরা)
Book Name – Members name
Start Date – Possible End Date
Discussion post link

Past Buddy Reads
Book Name – Members Name
Start Date – Finish Date
Discussion post link

একবার একটি বই নিয়ে বাডি রিড হয়ে গেলে আবারো ওই বইটি অন্য সদস্যরা বাডি রিড এর জন্য রিকোয়েস্ট কমেন্ট করতে পারবেন না এমন নয়, একি বই এর একাধিক বাডি রিড বিভিন্ন সময়ে হতে পারে। তবে প্রথমবার একবার একটি বইয়ের বাডি রিড হয়ে যাওয়ার পর পড়ে আর যতবারই বাডি রিড হোক না কেন বইটি গ্রুপের “Buddy Read –Member’s Choice” শেলফ এ একবারই এড করা হবে এবং পরবর্তী বাডি রিডিং করা সদস্যদের পুরোনো বাডি রিড ডিসকাশন টপিকেই ওই বই নিয়ে ডিসকাশন সীমাবদ্ধ রাখতে হবে, নতুন করে আর কোন ডিসকাশন টপিক ওপেন করা হবেনা।


২. Group Read Series Continuation

গ্রুপের মান্থলি রিড এ যখন কোন সিরিজের প্রথম বই পড়া হবে, ওই মাস শেষে ওই সিরিজের বাকি বইগুলো কে সিরিজ ক্রমানুসারে সাজিয়ে অরিজিনাল পোস্টে এড করে দেয়া হবে। যারা গ্রুপের মান্থলি রিডে সিরিজের প্রথম বই পড়ার পর সিরিজের পরবর্তী বইগুলো পড়তে ইচ্ছুক থাকবেন তারা এখানে শুধুমাত্র উল্লেখ করে দেয়া সিরিজের যেকোন বইয়ের বাডি রিড এর জন্য রিকোয়েস্ট কমেন্ট করতে পারবেন। বইটি কবে থেকে পড়া শুরু করতে চান তার একটি সম্ভাব্য তারিখ ও দিয়ে দিতে পারেন, এতে যারা আপনার বাডি রিড রিকোয়েস্ট সাড়া দিবেন তাদের জন্যও সুবিধা হবে।

একটি বইয়ের বাডি রিড ২ বা এরও অধিক সদস্যদের মধ্যে হতে পারে। তাই যারা বইটি বাডি রিড করতে ইচ্ছুক তারা সাড়া দিয়ে কমেন্ট করবেন। “Buddy Read – Series Continuation” নামে একটি শেলফ থাকবে আমাদের গ্রুপ শেল্ভস এ, যখন আপনারা একটি সিরিজের পরবর্তী বইয়ের বাডি রিড শুরু করবেন তখন ওই শেলফে ওই বইটি এড করে দেয়া হবে এবং ওই বইটির নামে একটি ডিসকাশন টপিক বাডি রিড সেকশনে ওপেন করে দেয়া হবে যেন আপনারা বইটি নিয়ে নিজেদের মত কথা/আলোচনা চালিয়ে যেতে পারেন, একে অপরকে বইটি কতটুকু পড়েছেন তার প্রগেস জানাতে পারেন এবং অন্য কেউ আগ্রহী হয়ে থাকলে আপনাদের সাথে ওই বাডি রিড এ অংশ নিতে পারেন।

রিকোয়েস্ট কমেন্ট করার জন্য কোন সময়ের সীমাব্দধতা নেই, এমন নয় যে গ্রুপ রিড এ সিরিজের প্রথম বই যেই মাসে সিলেক্ট হয়েছে শুধু তার পরবর্তী মাসেই আপনি সেই সিরিজের পরবর্তী বইগুলোর জন্য বাডি রিড রিকোয়েস্ট করতে পারবেন। যেকোন সময় একজন সদস্য বাডি রিড রিকোয়েস্ট করতে পারবেন সিরিজের বইগুলো পড়ার জন্য এবং একবার একটি বই নিয়ে বাডি রিড হয়ে গেলে আবারো ওই বইটি অন্য সদস্যরা বাডি রিড এর জন্য রিকোয়েস্ট কমেন্ট করতে পারবেন না এমন নয়, একি বই এর একাধিক বাডি রিড বিভিন্ন সময়ে হতে পারে। তবে প্রথমবার একবার একটি বইয়ের বাডি রিড হয়ে যাওয়ার পর পড়ে আর যতবারই বাডি রিড হোক না কেন বইটি গ্রুপের “Buddy Read – Series Continuation” শেলফ এ একবারই এড করা হবে এবং পরবর্তী বাডি রিডিং করা সদস্যদের পুরোনো বাডি রিড ডিসকাশন টপিকেই ওই বই নিয়ে ডিসকাশন সীমাবদ্ধ রাখতে হবে, নতুন করে আর কোন ডিসকাশন টপিক ওপেন করা হবেনা।

Group Read Series Continuation Summary হবে নিম্নরূপ –

Series book lists from Group reads

Buddy Searching: (যারা বাডি রিড এর জন্যে বই এর নাম কমেন্ট করবেন তাদের নাম এবং বইয়ের নাম তাদের কমেন্টের লিংক সহ এই সেকশনে থাকবে)
Book Name – Member’s name – request link

Current Buddy Reads: (বাডি রিকোয়েস্ট এ অন্য সদস্য/সদস্যরা)
Book Name – Members name
Start Date – Possible End Date
Discussion post link

Past Buddy Reads
Book Name – Members Name
Start Date – Finish Date
Discussion post link


***২টি সেকশনেরই বাডি রিড করা কোন বইয়ের ডিসকাশন টপিকে বাডি রিড রিকোয়েস্ট করে কমেন্ট করবেন না। ডিসকাশন টপিক শুধু বইটি নিয়ে নিজেদের মধ্যে বইটি নিয়ে আলোচনা নিয়ে, রিকোয়েস্ট করার জন্য একটি পোস্ট থাকা সত্ত্বেও কেউ যদি ডিসকাশন টপিকে রিকোয়েস্ট পোস্ট করেন সেই কমেন্টটি ডিলেট করে দেয়া হবে, এবং তা অবশ্যই কমেন্টকৃত সদস্যকে জানিয়ে দেয়া হবে যেন উনি সঠিক পোস্টে রিকোয়েস্ট কমেন্টটি করতে পারেন।


back to top

153408

বই লাভার'স পোলাপান (Boi lover's polapan)

unread topics | mark unread