বই লাভার'স পোলাপান (Boi lover's polapan) discussion
Q & A
>
ভ্রাম্যমাণ লাইব্রেরী ( বিশ্বসাহিত্য কেন্দ্র) প্রসঙ্গ
date
newest »
newest »
বিশ্বসাহিত্য কেন্দ্র এর ভ্রাম্যমাণ লাইব্রেরি বন্ধ হওয়া বই পড়ুয়াদের জন্য বিশাল একটা ধাক্কা। আমি নিজে কখনও এর লাইব্রেরি থেকে বই নিইনি। কিন্তু স্কুলে বিশ্বসাহিত্য কেন্দ্র এর বই পড়া কর্মসূচির সদস্য ছিলাম। আমার বইপ্রেমী হওয়ার পেছনে এই সংস্থার অবদান সবচেয়ে বেশি।যাই হোক বর্তমানে বিশ্বসাহিত্যের মতোই একটা প্রজেক্ট চলছে, যার মূলে রয়েছে ঐতিহ্য প্রকাশনী। ঐতিহ্য রিডার্স ক্লাবের সদস্যরা ঐতিহ্য থেকে প্রকাশিত যেকোন বই(রচনাবলি ছাড়া) বিনামূল্যে পড়তে পারে। ২০ দিনের মধ্যে পড়ে ফেরত দিয়ে নতুন বই নিতে হবে। এছাড়া বইয়ের কুরিয়ার ফী এর সম্পূর্ণটাই ঐতিহ্য প্রকাশনী বহন করে।
বিস্তারিত জানতে ঐতিহ্য প্রকাশনীর ফেসবুক পেইজে যোগাযোগ করলে হবে। আমি জানুয়ারিতে সদস্য হয়ে এ পর্যন্ত তিনটি বই পড়েছি ঐতিহ্য রিডার্স ক্লাব থেকে।




বইপড়ুয়াদের মধ্যে কম-বেশি সবাই মোটামুটি বিশ্বসাহিত্য কেন্দ্র
পরিচালিত ভ্রাম্যমাণ লাইব্রেরী সম্পর্কে জানেন।
এই উদ্যোগটি আমার কাছে বেশ কনভিয়েন্ট মনে হওয়ায় আমি এই প্রায় দুই বছর আগে আমার স্কুল থেকে সেখানকার একজন সদস্য হই।
অভিজ্ঞতা মন্দ নয়।
তবে বেশ ব্যস্ততা থাকার কারনে আমি ভ্রাম্যমান লাইব্রেরিতে যাইনি প্রায় দুমাস হল।কিন্তু কিছু রিসোর্স থেকে জানতে পারি যে, সেটা এখন নাকি সাময়িকভাবে বন্ধ আছে।
এর সত্যতা জানতে চাচ্ছি।
এবং এই উদ্যোগ নিয়ে বিস্তারিত তথ্য শেয়ার করলে উপকার হত।