ইসলামিক বই discussion

6 views
ইতিহাস > বিজয়ের কাহিনী।

Comments Showing 1-1 of 1 (1 new)    post a comment »
dateUp arrow    newest »

message 1: by Abdullah (new)

Abdullah Al-Mamun | 14 comments Mod
শাম। আজকের ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান, ইরাক, লেবানন ও তার পার্শ্বস্থিত কিছু এলাকা নিয়ে গঠিত অঞ্চলকে অতীতে শাম বলা হতো। ইসলাম আসার সময়, সিরিয়া মূলত ‘শাম’ নামেই পরিচিত ছিলো। প্রিয়নবী সা. এর হাদীসে এই শব্দটি অনেকবার ব্যবহৃত হয়েছে। এই শাম অঞ্চলে ইসলামের আগমন এবং এখানে মুসলিমদের দাওয়াত ও জিহাদের এক বিশাল ও বিস্তৃত ইতিহাস রয়েছে। মূলত খ্রিষ্টপূর্ব ১০০০০ বছর থেকে সিরিয়ার ইতিহাস খুঁজে পাওয়া যায়।

৬৪০ খ্রিস্টাব্দে হযরত ওমর রাযি. এর খেলাফতের সময় সিরিয়া রোমান সাম্রাজ্যের অধীনে ছিলো। এরপর হযরত খালিদ বিন ওয়ালিদ রাযি. ও হযরত আবু ওবায়দা রাযি. এর নেতৃত্বে একে একে পুরো বৃহত্তর সিরিয়া (শাম) ইসলামিক খেলাফতের অধীনে আসে এবং দলে দলে সেখানকার মানুষ ইসলাম গ্রহণ করে।
সিরিয়া ও শাম মুসলিমদের কাছে শেষ যামানায়ও বিশেষ গুরুত্ব বহন করে। সিরিয়ার দামেস্কের “আল গুতা” নামক স্থানটি রাসূল সা. এর বর্ণিত “মালহামা” (মহাযুদ্ধে) একটি বড় ভূমিকা রাখবে, যেই যুদ্ধের নেতৃত্ব দিবেন ইমাম মেহেদী।
অর্থ: “হযরত আবু দারদা রাযি. থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মহাযুদ্ধের সময় মুসলমানদের তাঁবু (ফিল্ড হেডকোয়ার্টার) হবে সিরিয়ার সর্বোন্নত নগরী দামেস্কের সন্নিকটস্থ ‘আলগুতা’ নামক স্থানে।” (সুনানে আবি দাউদ, খণ্ড ৪, যুদ্ধ বিগ্রহ অধ্যায় পৃষ্ঠা ১১১। মুসতাদরাকে হাকেম, খণ্ড ৪, পৃষ্ঠা ৫৩২; আল মুগনী, খণ্ড ৯, পৃষ্ঠা ১৬৯)

তৎকালীন বিশ্বের সুপার পাওয়ার রোমানদের বিরুদ্ধে সাহাবায়ে কিরাম রা. এর সেই সকল বিজয় অভিযান রূপকথাকেও হার মানায়। এই শাম অঞ্চলে মুসলিমদের আগমন ও একে বিজয়ের ঘটনাবলী লিপিবদ্ধ করতে গিয়ে আল্লামা ওয়াকেদী রহ. তার সেই গ্রন্থের নাম দিয়েছিলেন ‘ফুতুহুশ শাম।’ যার বঙ্গানুবাদ বক্ষমান গ্রন্থ ‘মরণজয়ী সাহাবা।’

ইসলামি ইতিহাসের মৌলিক গ্রন্থ। মূল আরবী “ফুতুহূশ শাম” থেকে অনুদিত। অসাধারণ আর চমৎকার অনুবাদ। বাজারে সাহাবীদের বিজয় অভিযান নিয়ে আরও বই থাকলেও এরকম বর্ণনা আর বাচনভঙ্গি কোথায়ও পাওয়া যাবে না!


back to top