রাসূল সা. এর বিশিষ্ট সাহাবীদের মধ্যে সর্বাপেক্ষা বয়োজেষ্ঠ অনারব সাহাবী ছিলেন হযরত সালমান ফারসী রা.। তিনি মক্কা-মদীনা হতে শত শত কিলোমিটার দূরে অবস্থিত তৎকালীন পারস্যের বসরা প্রদেশে এক অগ্নিউপাসক পরিবারে জন্মগ্রহন করেন। সত্যকে জানার জন্য তার ছোটবেলা থেকেই ছিল দুর্বিবার আগ্রহ-যা তাকে শেষ পর্যন্ত সঠিক গন্তব্যে পৌছাতে সক্ষম করেছিল।
অগ্নিউপনাসক পরিবারে জন্মগ্রহণ করলেও সত্যের সন্ধান করতে গিয়ে কিশোর বয়সেই তিনি খ্রিষ্টধর্মে দীক্ষিত হন এবং জীবনের একটা বৃহৎ অংশ খ্রিষ্টান ধর্মযাজকদের সাহচর্যে কাটান। কিন্তু মহাসত্যের সন্ধানে তাঁর যে অনুসন্ধিৎসু অভিযাত্রা,তা খ্রিষ্টধর্ম বা খ্রিষ্টান যাজকরা পূরণ করতে পারেনি। তিনি তার সত্যসন্ধানী সুতীক্ষ্ণ দৃষ্টি দিয়ে খ্রিষ্টধর্মের ত্রিত্ববাদের বিভ্রান্তি উপলব্ধি করতে সক্ষম হন এবং নিজকে সে বিভ্রান্তির বেড়াজাল থেকে মুক্ত করে আবারও প্রকৃত সত্যের সন্ধানে ব্রতী হন। অবশেষে ইসলামের তৌহিদ ও সাম্যের মহান সন্ধান লাভ করেন।
বইটিতে লেখক সালমান ফারসী রা. এর জীবনকে উপন্যাস আকারে এমন অসাধারণ ভাবে তুলে ধরেছেন যে, যেন আপনি নিজেও তার সাথী হয়ে সত্যের সন্ধানে বসরা থেকে শত-সহস্র পথ পাড়ি দিচ্ছেন। এছাড়াও আপনার সামনে বদর-উহুদ আর খন্দকের দৃশ্যও চলে আসবে কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে!
অগ্নিউপনাসক পরিবারে জন্মগ্রহণ করলেও সত্যের সন্ধান করতে গিয়ে কিশোর বয়সেই তিনি খ্রিষ্টধর্মে দীক্ষিত হন এবং জীবনের একটা বৃহৎ অংশ খ্রিষ্টান ধর্মযাজকদের সাহচর্যে কাটান। কিন্তু মহাসত্যের সন্ধানে তাঁর যে অনুসন্ধিৎসু অভিযাত্রা,তা খ্রিষ্টধর্ম বা খ্রিষ্টান যাজকরা পূরণ করতে পারেনি। তিনি তার সত্যসন্ধানী সুতীক্ষ্ণ দৃষ্টি দিয়ে খ্রিষ্টধর্মের ত্রিত্ববাদের বিভ্রান্তি উপলব্ধি করতে সক্ষম হন এবং নিজকে সে বিভ্রান্তির বেড়াজাল থেকে মুক্ত করে আবারও প্রকৃত সত্যের সন্ধানে ব্রতী হন। অবশেষে ইসলামের তৌহিদ ও সাম্যের মহান সন্ধান লাভ করেন।
বইটিতে লেখক সালমান ফারসী রা. এর জীবনকে উপন্যাস আকারে এমন অসাধারণ ভাবে তুলে ধরেছেন যে, যেন আপনি নিজেও তার সাথী হয়ে সত্যের সন্ধানে বসরা থেকে শত-সহস্র পথ পাড়ি দিচ্ছেন। এছাড়াও আপনার সামনে বদর-উহুদ আর খন্দকের দৃশ্যও চলে আসবে কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে!
বই-মহাসত্যের সন্ধানে সালমান ফারসী রা.।
লেখক- আব্দুল হালিম শরর লখনভী।
অনুবাদক-শাহজাহান ইবনে হায়দার।
প্রকাশক-ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
মূল্য-২০০৳(পাইরেটেড কপি)।
পেজ-২২৪।