কলাপোতা থেকে ছেনুমিত্তির লেন। তার বাইরে ইন্দুবালার মানচিত্রে আর কিছু ছিল না। চারপাশের হোস্টেল, মেস বাড়ির ছেলে মেয়েরা এসে গল্প শোনালে ভালো লাগতো। সুনয়নী বিদেশ থেকে লতা ফুল পাতার ছবি আঁকা কার্ড পাঠালে দেওয়ালে আটকে রাখতেন। ফিরে এসেছিলেন কলকাতা স্টেশন থেকে বাংলাদেশ যাওয়ার ট্রেন দেখে। মনে হয়েছিল সেই হোটেলের নির্জন দ্বীপটাই তাঁর কাছে ভালো। কিন্তু পাঠকের ভালোবাসার কাছে তিনি হার মানলেন। এ্যামাজন কিন্ডল হয়ে এবার তিনি গুগুল বুকের প্লে স্টোরে। (https://play.google.com/.../Kallol_La......) এছাড়াও Swift Boox এর হাত ধরে তাঁদের ইবুক ভার্সানে। (https://play.google.com/store/apps/de......) সবার মনকে জয় করতে ইলিনয়ের ধারে হোক কিম্বা স্পেনের কোন নির্জন কফিশপে। অথবা ব্যাঙ্গালোরে কোন এক বন্ধুর একার নির্জন ফ্ল্যাটের রান্নাঘরে এবার ইন্দুবালা। শুধু কি তাই? এই মুহূর্তে তিনি কি ঢাকার শাহবাগে গুড় চায়ের মজলিসেও নেই? কি জানি! উত্তরপাড়ার চিলেকোঠা থেকে এইটুকু ভাবতেই ভালো লাগে। সব পাঠক বন্ধুদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আপনারা ছাড়া এটা সম্ভব হতো না। ❤
এর হাত ধরে তাঁদের ইবুক ভার্সানে। (https://play.google.com/store/apps/de......) সবার মনকে জয় করতে ইলিনয়ের ধারে হোক কিম্বা স্পেনের কোন নির্জন কফিশপে। অথবা ব্যাঙ্গালোরে কোন এক বন্ধুর একার নির্জন ফ্ল্যাটের রান্নাঘরে এবার ইন্দুবালা। শুধু কি তাই? এই মুহূর্তে তিনি কি ঢাকার শাহবাগে গুড় চায়ের মজলিসেও নেই? কি জানি! উত্তরপাড়ার চিলেকোঠা থেকে এইটুকু ভাবতেই ভালো লাগে। সব পাঠক বন্ধুদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আপনারা ছাড়া এটা সম্ভব হতো না। ❤