“বাড়ি বানানোর জন্য মানুষ রড-সিমেন্ট ইত্যাদি ব্যবহার করে ঠিকই। কিন্তু বাড়ি বানানো বাদ দিয়ে যদি মানুষ এসব রড, সিমেন্ট, কংক্রিট বা সুরকি পেয়েই খুশি থাকে, এগুলোই কিনতে থাকে আরও বেশি করে এবং এ নিয়েই গর্ব করতে থাকে, তাহলে ভাবুন ব্যাপারটা কত হাস্যকর হবে। আল্লাহকে খুশি না করে দুনিয়ার ভোগ বিলাসে মত্ত হয়ে থাকা বা এ নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত থাকা এমনই একটি হাস্যকর কাজ।”
― সহজ কুরআন
― সহজ কুরআন
“অকৃতজ্ঞতা মানুষের জন্য একটি কমন ব্যাপার, এটি তার অন্তর্গত একটি রোগ। যদি অন্তরের দেখাশোনা সে না করে তাহলে অন্তর সৃষ্টিকর্তা ও পালনকর্তার প্রতি অকৃতজ্ঞই থেকে যাবে। এ অনেকটা আপনার বাসার ধুলোর মতো। ফেলে রাখলে ধুলো জমতেই থাকবে। এমন নয় যে ধুলো জমাতে হলে আপনাকে কিছু করতে হবে। বরং ধুলো পরিষ্কার করার উদ্যোগটা আপনাকেই নিতে হবে। আপনাকেই প্রতিদিন ঘর পরিষ্কার করতে হবে। নতুবা ধুলো জমবে। আমাদের মনও যেন আমাদের ঘরগুলোর মতোই। ফেলে রাখুন, তাহলে সে রবের প্রতি অকৃতজ্ঞ থেকে যাবে। আমাদেরও তাই নিয়মিত মনের অবস্থা পরীক্ষা করে সেটাকে ঘষে-মেজে অকৃতজ্ঞতার ময়লা সরাতে হবে। এমন নয় যে মনকে ফেলে রাখলে সে নিজে থেকেই কৃতজ্ঞ রয়ে যাবে।”
― সহজ কুরআন
― সহজ কুরআন
Khalid’s 2024 Year in Books
Take a look at Khalid’s Year in Books, including some fun facts about their reading.
More friends…
Favorite Genres
Polls voted on by Khalid
Lists liked by Khalid











