Sardar Fazlul Karim > Quotes > Quote > Abu liked it
“অধ্যাপক রাজ্জাককে আমি প্রশ্ন করলাম: আহসান মঞ্জিলের সাথে শিক্ষিতদের কিরূপ সম্পর্ক ছিলো?
রাজ্জাক সাহেব বললেন: ন্যাসেন্ট মিডল ক্লাসের একটা অংশ আহসান মঞ্জিলের সাথে একটা সম্পর্ক তৈরির চেষ্টা করেছিলো। কিন্তু ইট নেভার ওয়াজ এ ওয়ার্কিং রিলেশন। ঢাকায় ইউনিভার্সিটি যখন তৈরি হয়েছে তখন নওয়াব পরিবার ক্ষয়ের ক্রমে পৌঁছে গেছে। এদের কোনো ক্ষমতা ছিলো না মুসলমান সমাজকে ইমপেটাস দিবার। এটা ত্রিশ বছর আগে হলে দে কুড হ্যাভ প্লেইড এ রোল।
এসময়ে ঢাকা ইউনিভার্সিটি, বিশেষ করে সলিমুল্লাহ হলের প্রতিষ্ঠায় ঢাকার নওয়াবদের কোন অর্থিক বা জমির দান ছিল কি না, এ প্রশ্ন আবার উঠেছিলো। রাজ্জাক সাহেব জোরের সঙ্গে বললেন, ইউনিভার্সিটির কোনো প্রতিষ্ঠানে ঢাকার নওয়াব পরিবারের কোনো দান ছিল না।
পৃষ্ঠা ৫৩, ঢাকা বিশ্ববিদ্যালয় ও পূর্ববঙ্গীয় সমাজ, অধ্যাপক আব্দুর রাজ্জাক-এর আলাপচারিতা
লেখক: সর্দার ফজলুল করিম। চতুর্থ মুদ্রণ, জুন ২০১৪, সাহিত্য প্রকাশ”
― ঢাকা বিশ্ববিদ্যালয় ও পূর্ববঙ্গীয় সমাজ: অধ্যাপক আবদুর রাজ্জাক-এর আলাপচারিতা
রাজ্জাক সাহেব বললেন: ন্যাসেন্ট মিডল ক্লাসের একটা অংশ আহসান মঞ্জিলের সাথে একটা সম্পর্ক তৈরির চেষ্টা করেছিলো। কিন্তু ইট নেভার ওয়াজ এ ওয়ার্কিং রিলেশন। ঢাকায় ইউনিভার্সিটি যখন তৈরি হয়েছে তখন নওয়াব পরিবার ক্ষয়ের ক্রমে পৌঁছে গেছে। এদের কোনো ক্ষমতা ছিলো না মুসলমান সমাজকে ইমপেটাস দিবার। এটা ত্রিশ বছর আগে হলে দে কুড হ্যাভ প্লেইড এ রোল।
এসময়ে ঢাকা ইউনিভার্সিটি, বিশেষ করে সলিমুল্লাহ হলের প্রতিষ্ঠায় ঢাকার নওয়াবদের কোন অর্থিক বা জমির দান ছিল কি না, এ প্রশ্ন আবার উঠেছিলো। রাজ্জাক সাহেব জোরের সঙ্গে বললেন, ইউনিভার্সিটির কোনো প্রতিষ্ঠানে ঢাকার নওয়াব পরিবারের কোনো দান ছিল না।
পৃষ্ঠা ৫৩, ঢাকা বিশ্ববিদ্যালয় ও পূর্ববঙ্গীয় সমাজ, অধ্যাপক আব্দুর রাজ্জাক-এর আলাপচারিতা
লেখক: সর্দার ফজলুল করিম। চতুর্থ মুদ্রণ, জুন ২০১৪, সাহিত্য প্রকাশ”
― ঢাকা বিশ্ববিদ্যালয় ও পূর্ববঙ্গীয় সমাজ: অধ্যাপক আবদুর রাজ্জাক-এর আলাপচারিতা
No comments have been added yet.
