Jibanananda Das > Quotes > Quote > DEHAN liked it

Jibanananda Das
“পৃথিবী প্রবীণ আরো হ'য়ে যায় মিরুজিন নদীটির তীরে;
বিবর্ণ প্রাসাদ তার ছায়া ফেলে জলে।
ও-প্রাসাদে কারা থাকে? কেউ নেই- সোনালি আগুন চুপে জলের শরীরে
নড়িতেছে- জ্বলিতেছে- মায়াবীর মতো জাদুবলে।

সে-আগুন জ্ব'লে যায়- দহেনাকো কিছু।
                        সে-আগুন জ্ব'লে যায়
                        সে-আগুন জ্ব'লে যায়
সে-আগুন জ্ব'লে যায় দহেনাকো কিছু।

নিমীল আগুনে অই আমার হৃদয়
                        মৃত এক সারসের মতো।
                        পৃথিবীর রাজহাঁস নয়-
                        নিবিড় নক্ষত্র থেকে যেন সমাগত
সন্ধ্যার নদীর জলে এক ভিড় হাঁস অই- একা;
এখানে পেল না কিছু; করুণ পাখায়
তাই তারা ব'লে যায় শাদা, নিঃসহায়।
মূল সারসের সাথে হ'লো মুখ দেখা।”
Jibanananda Das, সাতটি তারার তিমির

No comments have been added yet.