Mriganka Sekhar Ganguly > Quotes > Quote > Elina liked it
“মায়ের কুষ্ঠি বিচার করে ঠাকুমার গুরুদেব বলেছিলেন, "এ মেয়ে অলক্ষ্মী, একে বিয়ে করলে কোন দিন শান্তি পাবে না।" বাবা বলেছিল, "আমি তো অশান্তিই চাই। বেশি শান্তি এলে জীবনটা খুব সাদামাটা হয়ে যায়।" ঠাকুমা বলেছিলেন, "এ মেয়ে এলে সংসারে আগুন জ্বলবে।" বাবা বলেছিল, "আমার চাকরিটাই তো দমকলের।" ঠাকুরদা বললেন, "এ মেয়েকে বিয়ে করলে বাড়িতে থাকা চলবে না।" বাবা অগত্যা ভাড়া বাড়িতে। মা যখনই বাবার গৃহত্যাগ নিয়ে মন খারাপ করত, বাবা বলত, "আমি তো বাড়ি ছেড়ে ঘরে এসে উঠেছি।" যে ঘরে বাবা মা সারাক্ষণ ঝগড়া করে, জ্ঞান হওয়ার পর থেকে দেখে আসছি। এদিকে মা বাপের বাড়ি গেলে, বাবা রোজ ফোন করে বলবে, " কবে আসবে? ঘরের লক্ষ্মী না থাকলে ঘরটা কেমন বাড়ি বাড়ি লাগে।”
―
―
No comments have been added yet.
