বহু দিন পর, তিন গোয়েন্দা হাতে নিলাম সেদিন। বুঝা গেল, সময় যত যায়, আমাদের ভাল লাগার তিব্রতা বদলায়। আগের সেই তিব্র ভাল লাগা টুকু নেই। আগ্রহ ও হল না শেষ করি। অথচ, একবার বই এর দোকানে বসেই পড়ে ফেলেছিলাম "ঢাকায় তিন গোয়েন্দা"। পড়া শেষ হবার পর লাইব্রেরিয়ান বলেছিলেন, "কি? পড়া শেষ?" সঙ্গে প্রশ্রয়ের হাসি।
আমাদের যে দিন গেছে, একেবারেই গেছে। বাকি আছে অন্যদিন।
— Sep 05, 2017 12:53PM
Add a comment