Atiur Rahman
Born
in Jamalpur, Bangladesh
December 13, 1953
More books by Atiur Rahman…
“কেন আমরা 'পাকিস্তান' নামক ফাঁকা রাষ্ট্রটি ভেঙে ফেলত্বে উদ্যত হলাম, কার নেতৃত্বে ও ত্যাগে বাংলাদেশের বাঙালিত্বের বিকাশ ঘটল, কি প্রক্রিয়ায় একটি জাতির অভ্যুদয় ঘটল, সাধারণ মানুষ সেই জাতির জন্মযন্ত্রণায় কতটা অংশীদার হলেন এবং সর্বোপরি কী আশা নিয়ে আমরা এমন বিপুল আত্মত্যাগে ব্রতী হলাম, কারা আমার জাতির জন্মকালেই গলাটিপে মারতে বসেছিল, কে আমার মায়ের সম্ভ্রম লুটেছে, ভাইয়ের মস্তক চুষে খেয়েছে সেকথা আমাদের তরুণদের বলা হলো না।
শিক্ষা ব্যবস্থাই পারত এই প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কৃতির চেতনার বীজ তরুণমনে ঢুকিয়ে দিতে। তা না করে আমরা শিক্ষাঙ্গনকে করেছি দ্বিতীয় সেনানিবাস, তরুণদের বানিয়েছি লাঠিয়াল, শিক্ষকদের তপোবন আজ যুদ্ধক্ষেত্র, শিক্ষকরাও নির্জীব, বিদেশে যাওয়াই আজ ছাত্র শিক্ষক উভয়ের পরম চাওয়া। বিদেশি সাহায্য না পেলে তাই দেশবাসী যদি উদ্বিগ্ন হয় তাহলে কি তাদের দোষ দেয়া যায়?
যে সমাজ নিচে থেকে ওপর পর্যন্ত সকলকে একটি মহৎ লক্ষ্যে, নিঃস্বার্থ কল্যাণবন্ধনে, আত্মমর্যাদার গৌরবের চেতনায় সিক্ত করতে পারে নি, তার কাছে এই ভিক্ষেবৃত্তির 'কালচার' টি তো প্রাধান্য পাবেই। সেজন্যেই আমাদের ভাববার সময় এসেছে, দীর্ঘদিনের ত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতা, জন্মভূমির মর্যাদা আমরা কি এমন করে চরম লাঞ্ছনার তলদেশে গড়িয়ে পড়তে দেব? নাকি স্বীয় শক্তির সন্ধানে, সুশিক্ষা ও সংগঠনের সাহায্য নিয়ে আবারও আমরা মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করব?”
― তব ভুবনে তব ভবনে
শিক্ষা ব্যবস্থাই পারত এই প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কৃতির চেতনার বীজ তরুণমনে ঢুকিয়ে দিতে। তা না করে আমরা শিক্ষাঙ্গনকে করেছি দ্বিতীয় সেনানিবাস, তরুণদের বানিয়েছি লাঠিয়াল, শিক্ষকদের তপোবন আজ যুদ্ধক্ষেত্র, শিক্ষকরাও নির্জীব, বিদেশে যাওয়াই আজ ছাত্র শিক্ষক উভয়ের পরম চাওয়া। বিদেশি সাহায্য না পেলে তাই দেশবাসী যদি উদ্বিগ্ন হয় তাহলে কি তাদের দোষ দেয়া যায়?
যে সমাজ নিচে থেকে ওপর পর্যন্ত সকলকে একটি মহৎ লক্ষ্যে, নিঃস্বার্থ কল্যাণবন্ধনে, আত্মমর্যাদার গৌরবের চেতনায় সিক্ত করতে পারে নি, তার কাছে এই ভিক্ষেবৃত্তির 'কালচার' টি তো প্রাধান্য পাবেই। সেজন্যেই আমাদের ভাববার সময় এসেছে, দীর্ঘদিনের ত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতা, জন্মভূমির মর্যাদা আমরা কি এমন করে চরম লাঞ্ছনার তলদেশে গড়িয়ে পড়তে দেব? নাকি স্বীয় শক্তির সন্ধানে, সুশিক্ষা ও সংগঠনের সাহায্য নিয়ে আবারও আমরা মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করব?”
― তব ভুবনে তব ভবনে
Is this you? Let us know. If not, help out and invite Atiur to Goodreads.