ধীমান দাশগুপ্ত-এর জন্ম ১৯৭০, কলকাতায়, দেশভাগের বহু পরে এপারে আসা এক উদ্বাস্তু পরিবারে। শিক্ষাগ্রহণ করেন ডনবস্কো স্কুল আর আশুতোষ কলেজে। দু’দশক যুক্ত ছিলেন বিজ্ঞাপন জগতে, সংবাদপত্রে বিজ্ঞাপন বিপণনে। বর্তমানে স্বাধীন জীবন। প্রবন্ধ, রম্যরচনা, গল্প, উপন্যাস নিয়মিত লিখে চলেছেন বিভিন্ন পত্র-পত্রিকায়।