Tareq Nurul Hasan's Blog

November 21, 2025

চতুষ্কোণ | মানিক বন্দ্যোপাধ্যায়



মানিক বন্দ্যোপাধ্যায়ের এই বইটা আগে পড়া ছিল না। বাতিঘরের ধ্রুপদী সংস্করণের বইটা দেশ থেকে আনিয়েছে তিথি, সেটা হাতে নিয়ে দেখতে গিয়ে এত ভালো লাগছিল যে এক ছুটির দিনের সকাল থেকে সন্ধ্যা টানা পড়ে শেষ করে ফেললাম। 

পড়তে গিয়ে চট করে 'স্ট্রিম অব কনশাসনেস' টার্মটা মাথায় এলো। মানিকের নিজের লেখায়ও আগে এর ব্যবহার দেখেছি, তবে এত স্পষ্ট করে আগে কখনও চোখে পড়েছে বলে মনে পড়ছে না। 


গল্পের মূল চরিত্র রাজকুমার, কেন জানি সৈয়দ হকের বাবর আলীকে মনে করিয়ে দেয়। বিষয় হিসেবে রাজকুমারের ভাবনা সেই সময়ে যথেষ্ঠ বিতর্ক তৈরি করার কথা। সত্যিই করেছে কিনা খুঁজে দেখতে হবে কখনও।


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 21, 2025 16:44

August 17, 2025

কাফকা


কাফকা: বন্ধুবর ম্যাক্স, এই রহিল আমার আইডি আর পাসওয়ার্ড। আমি মরিবার পরে আমার ফেসবুক অ্যাকাউন্টখানি ডিলিট করিয়া দিও।

ম্যাক্স ব্রড: মু হা হা হা হা।
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 17, 2025 19:31

August 9, 2025

ফিজি, ২০২২।


 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 09, 2025 20:45

July 20, 2025

শেকসপিয়র অ্যান্ড কোম্পানি | আর্নেস্ট হেমিংওয়ে


সেই সব দিনে আমার কাছে বই কেনার মত কোনো টাকা থাকত না। আমি তাই শেকসপিয়র অ্যান্ড কোম্পানির রেন্টাল লাইব্রেরি থেকে ভাড়া করে এনে বই পড়তাম। ১২ রু-ডে-ল'ওডিওন রাস্তায় ছিল এই বইয়ের দোকান আর লাইব্রেরিটা, সিলভিয়া বিচ সেটা চালাত। দোকানের জায়গাটা বেশ খোলামেলা, তাই ঠান্ডা বাতাসের আনাগোনা থাকলেও সেটা তবু ভরে থাকত মানুষের আনন্দ আর উষ্ণতায়। শীতকালে বড় একটা স্টোভ জ্বালিয়ে দেয়া হতো দোকানের সামনে, ভেতরে টেবল আর শেলফভর্তি অনেক বই সাজানো। নতুন বইগুলো রাখা হতো জানালার কাছে, আর দেয়াল জুড়ে লাগানো থাকত জীবিত এবং মৃত বিখ্যাত সব লেখকের ছবি। ছবিগুলো স্ন্যাপশটের মত দেখতে, মৃত লেখকদেরও সেগুলোয় বেশ জীবন্ত দেখাত। সিলভিয়াও ছিল জীবনীশক্তিতে ভরপুর একজন মানুষ। তার মুখের গঠন ছিল ধারালো; চোখগুলো বাদামী রঙের, ছোট্ট কোনো প্রাণীর চোখের মতই জ্বলজ্বলে, আর কমবয়েসী মেয়েদের মত ছটফটে। সিলভিয়ার মাথার ঢেউ খেলানো বাদামী চুল সুন্দর কপালটা থেকে টেনে এনে একেবারে মাথার পেছন পর্যন্ত শক্ত করে বাঁধা থাকত। আর মাথার পাশে কানের পেছন পর্যন্ত যত্ন করে কাটা ঘন চুল ছুঁয়ে থাকত তার ভেলভেট জ্যাকেটের বাদামী কলার। খুব সুন্দর আর সুগঠিত পা ছিল সিলভিয়ার, আর সে নিজে ছিল ভীষণ মায়াবতী। কৌতুক পছন্দ করত সে, গসিপও। সারাক্ষণই আনন্দে মেতে থাকত সিলভিয়া। আমার চেনা মানুষদের মধ্যে আর কেউ সিলভিয়ার মত এমন সুন্দর করে কথা বলত না আমার সাথে।


প্রথম যেদিন আমি এই লাইব্রেরিটায় যাই, স্বভাবতই বই ধার নেয়ার জন্যে পর্যাপ্ত টাকা ছিল না আমার কাছে। আমি খুব লজ্জা পাচ্ছিলাম, কিন্তু সিলভিয়া বললো, এখনি টাকা দেয়ার কোনো দরকার নেই, পরে কখনও দিলেও চলবে। এই বলে সে আমার নামে একটা লাইব্রেরি কার্ড তৈরি করে দিল। তারপরে বললো সেদিনই আমি যতগুলো ইচ্ছে বই ধার নিতে পারি।

সিলভিয়া আমাকে চিনত না, আমাকে বিশ্বাস করার আলাদা কোনো কারণ নেই তার। তাছাড়া আমি যে ঠিকানাটা দিয়েছি ওকে, ৭৪ রু-কার্ডিনাল-লেময়েন, এটা বেশ গরীব একটা এলাকা। কিন্তু সেসব কিছুই কোনো ভাবান্তর ঘটাতে পারল না তার, বরং সিলভিয়া খুবই আন্তরিকতা দেখাল আমাকে। আমি দেখতে পেলাম, তার পেছনে মেঝে থেকে দেয়াল পর্যন্ত শেলফের পর শেলফ জুড়ে শুধু বই আর বই।

আমি শুরু করলাম তুর্গেনেভের বই দিয়ে। সাথে নিলাম 'আ স্পোর্টসম্যানস স্কেচেস' এর দুটা ভলিউম, আর ডি এইচ লরেন্সের শুরুর দিকের কোনো একটা বই, সম্ভবত 'সনস অ্যান্ড লাভারস'। সিলভিয়া বললো চাইলে আমি আরও বই নিতে পারি। আমি তখন 'ওয়ার অ্যান্ড পিস' এর কনস্টান্স গারনেট এর এডিশনটাও নিলাম, আর নিলাম দস্তয়েভস্কির 'দ্য গ্যাম্বলার অ্যান্ড আদার স্টোরিজ'।

'এই সবগুলো বই শেষ করতে গেলে তুমি সহসাই আবার লাইব্রেরিতে আসার সুযোগ পাবে না,' সিলভিয়া বললো।

'আমি শীঘ্রি টাকা দেয়ার জন্যে আবার আসব,' আমি বললাম। 'কিছু টাকা আছে আমার কাছে, আমার ফ্ল্যাটে।'

'না, না, আমি সেটা বলতে চাইনি,' সে বলে ওঠে। 'তোমার যখন সুবিধা তখনি টাকা দিয়ে যেও, কোনো সমস্যা নেই।'

'আচ্ছা, জয়েস কখন আসে লাইব্রেরীতে?' আমি জিজ্ঞেস করলাম।

'জয়েস এলে সাধারণত একেবারে শেষ বিকেলের দিকে আসে,' সে বলে, 'তোমাদের দেখা হয়নি কখনো?'

'মিশো রেস্তোরাঁয় একবার দেখেছি আমরা তাঁকে, পরিবারের সাথে বসে খাচ্ছিল।' আমি বললাম। 'অবশ্য খাওয়ার সময় কাছে গিয়ে কথা বলাটা ঠিক ভদ্রতার পর্যায়ে পড়ে না। তাছাড়া মিশো খুব দামী রেস্তোরাঁও বটে।'

'তুমি কি বাড়িতেই খাওয়া দাওয়া করো?'

'ইদানিং তাই করছি,' আমি বলি,' আমাদের কুক বেশ ভালো রান্না করে।'

'তোমাদের ধারে কাছে তেমন ভালো কোনো রেস্তোরাঁ নেই বোধ হয়, তাই না?'

'না। কিন্তু তুমি জানলে কী করে?'

'লারবুড আগে থাকত ওখানে,' সিলভিয়া বললো। 'এই একটা ব্যাপার ছাড়া জায়গাটা তার বেশ ভালোই লাগত।'

'হ্যাঁ, সস্তায় ভালো খেতে চাইলে দ্য প্যান্থিওনের কাছের জায়গাটায় যেতে হয় ওখান থেকে।'

'আমি জায়গাটা চিনি না। আমরা অবশ্য বাড়িতেই খাই। তোমার বউকে নিয়ে অবশ্যই আসবে আমাদের বাড়িতে।'

'আগে দেখো সত্যিই আমি তোমার টাকা পরিশোধ করি কিনা!' বললাম আমি। 'অনেক ধন্যবাদ তোমাকে।'

'খুব দ্রুত সব পড়ে শেষ করে ফেলো না আবার,' সে বলে।

রু কার্ডিনাল লেময়েনে আমাদের বাড়িটা আসলে ছিল একটা দুই রুমের ফ্ল্যাট। সেটায় গরম পানির কোনো ব্যবস্থা নেই, বাড়ির ভেতরে কোনো টয়লেটও ছিল না। তার বদলে ছিল একটা অ্যান্টিসেপটিক কনটেইনার। মিশিগানের আউটহাউজে বড় হওয়া মানুষদের জন্যে এটা আসলে কোনো ব্যাপারই না। বাড়ির ভিউ ভালো হলে, আর বিছানার ওপরে একটা স্প্রিং লাগানো চমৎকার ম্যাট্রেস থাকলে আর কিছুই লাগে না। সেই সাথে দেয়ালে যদি ঝোলানো থাকে আমাদের পছন্দের সব ছবি, সব কিছু মিলে থাকার জন্যে এটা একটা দারুণ জায়গা হয়ে যায়। হাতে সেদিন অনেকগুলো বই নিয়ে বাড়ি পৌঁছালাম। বউকে বললাম লাইব্রেরিটার কথা। বললাম, কী চমৎকার একটা বইয়ের দোকান খুঁজে পেয়েছি।

'কিন্তু টাটি, তোমার আজ বিকেলেই সেখানে গিয়ে টাকা দিয়ে আসা উচিত,' আমার বউ বলে।

'অবশ্যই,' আমি বললাম। 'আমরা দুজনেই যাই চলো। তারপরে ফেরার পথে আমরা নদীর পার ধরে হেঁটে আসব।'

'ঠিক। চলো আমরা রু ডে সাইনের পাশ ধরে হেঁটে আসি, আর সবগুলো গ্যালারি আর দোকানে ঢুঁ মেরে আসি।’

‘অবশ্যই। যেখানে খুশি আমরা হাঁটতে যেতে পারি। নতুন কোনো ক্যাফেতে গিয়ে থামব আমরা, যেখানে আমাদের কেউ চেনে না, আমরাও কাউকে চিনি না। সেখানে গিয়ে একটা কিছু ড্রিংক করতে পারি আমরা।'

'একটা না, আমরা দুটা ড্রিংক করবো।'
'হ্যাঁ, তারপরে অন্য কোথাও গিয়ে একটা কিছু খাব।'

'না, ভুলে যেও না আমাদেরকে আগে লাইব্রেরিতে গিয়ে টাকা দিয়ে আসতে হবে।'

'তারপরে আমরা বাড়ি ফিরে আসব, আর এখানে বসে দুজনে ডিনার করবো। ডিনারে চমৎকার সব খাবার থাকবে, সাথে থাকবে ব্যুন ওয়াইন। মনে করে দিও, ফেরার সময় এই ওয়াইন কিনে আনতে হবে সামনের কো-অপারেটিভটা থেকে। আমাদের জানালা দিয়ে দেখ ওদের জানালা দেখা যায়, সেখানে ব্যুনের দামও লেখা আছে। তারপরে কিছুক্ষণ আমরা বই পড়ব একসাথে, তারপরে বিছানায় গিয়ে প্রেম করবো।'

‘আমরা আর কখনো অন্য কারো সাথেই প্রেম করব না, শুধু দুজন দুজনের সাথে।'

'হ্যাঁ, শুধু আমরা দুজনে।'

'ওহ, কী দারুণ একটা সময় কাটবে! চল, এখনি আমরা লাঞ্চ করে ফেলি।'

'খুবই খিদে পেয়েছে আমার,' বললাম আমি। 'ক্যাফেতে বসে লিখতে লিখতে আমি কেবল এক কাপ কফি খেয়েছি।'

'লেখা কেমন এগোলো, টাটি?'

'মনে হয় ভালোই হয়েছে, দেখা যাক। লাঞ্চে কী খাচ্ছি আমরা?'

'ছোট ছোট র‍্যাডিশ, আর ম্যাশড পটাটো-র সাথে ফোয় ডে ভ্যু, আর একটা এনডিভ স্যালাড। সাথে অ্যাপল টার্ট।'

'আমাদের কাছে এখন দুনিয়ার সব বই আছে। কোথাও ট্রিপে যাওয়ার সময় চাইলে আমরা সব বই সাথে করে নিয়ে যেতে পারব!'

'কিন্তু সেটা কি ঠিক হবে?'

'অবশ্যই ঠিক হবে।’

'ওর কাছে হেনরি জেমসের বই আছে?'

'অবশ্যই আছে।'

'বল কী!' সে বলে, 'আমাদের কী ভাগ্য যে এ জায়গাটার খোঁজ পেলে তুমি।'

'আমাদের ভাগ্য সবসময়ই ভালো,' আমি বললাম। কিন্তু মনে মনে ‘টাচ উড' বলে নিয়ে কোনো একটা কাঠে টোকা দিতে ভুলে গেলাম বোকার মত। যদিও টোকা দেয়ার জন্যে ঘরভর্তি কাঠের জিনিসপত্র ছড়িয়ে আছে।


(আর্নেস্ট হেমিংওয়ের ‘আ মুভেবল ফিস্ট’ বই থেকে/ অনুবাদ - তারেক নূরুল হাসান)

ছবি- Sylvia Beach and Ernest Hemingway in front of her bookshop, Shakespeare and Company. Copyright Estate of Sylvia Beach. From the Collection of Sylvia Beach, Paris.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 20, 2025 20:51

July 14, 2025

টিকিটাকা | ওয়াসি আহমেদ


এই বইয়ের লেখাগুলো বাংলা ব্লগের স্বর্ণযুগের আরামদায়ক পোস্টগুলোর কথা মনে করিয়ে দিলো। তবে বেশিরভাগ লেখা পত্রিকায় প্রকাশিত হয়েছে, ব্লগের তুলনায় তাই বেশ গোছানো তাদের পরিবেশনা। সবচেয়ে আগ্রহোদ্দীপক হচ্ছে লেখাগুলোর বিষয়বস্তু। উপন্যাস মরে যাচ্ছে কিনা, প্রকাশকের রিজেকশন লেটার, রবীন্দ্রনাথের গল্পের যেসব নায়কেরা হারিয়ে গিয়েছিল- এরকম সব বিষয় নিয়ে লেখক তার পর্যবেক্ষণ জানিয়েছেন। পরিচিত লেখকদের অজানা গল্প শুনলাম, আবার অপরিচিত অনেক লেখকের সাথে পরিচয়ও ঘটলো। আইওয়া ওয়ার্কশপে কাটানো দিনগুলোর স্মৃতিচারণ ভালো লেগেছে। বই বিষয়ক অনেক সাধারণ এবং অসাধারণ বিষয় নিয়ে ওয়াসি আহমেদের দেখার ভঙ্গিটা বেশ অভিনব মনে হয়েছে।

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 14, 2025 20:49

July 1, 2025

এক সন্ধ্যায় শ্যামশ্রী রায় | হামিম কামাল


হামিম কামালের লেখা এই বইটা খুব সুন্দর। 

গল্পগুলো কেমন কবিতার মতো, ঠিক আমাদের চেনা পৃথিবীর নয়। অন্য ভুবনের গল্প? হতেও পারে। 

আমার যেন মনে হলো, অনেকগুলো স্বপ্নদৃশ্য দেখে গেলাম পরপর। ভালো লেগেছে।

3 likes ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 01, 2025 04:41

June 24, 2025

ফিরোজা জলের নদী | প্রহরী

 


কবিরা সবাই যে সুন্দর করে পড়তেও পারবেন, এরকম নিশ্চয়তা নেই। প্রহরী সেদিক দিয়ে ব্যতিক্রম। তাঁর নিজের একটা আবৃত্তি দিয়েই প্রথম তাঁর কবিতার সাথে পরিচয় হয়েছিল, "যে সন্ধ্যায় তুমি চলে যাও"। তারপরে অনেক রাতেই ঘুমোবার সময় এই কবিতা ছেড়ে দিয়েছি ইউটিউবে, এরকম হয়েছে অন্তত হাজারবার।

এবারে হাতে পেলাম তাঁর লেখা কবিতার বই - 'ফিরোজা জলের নদী'। মাত্র ৬৪ পৃষ্ঠার পাতলা ছিমছাম বইটা, কিন্তু ভেতরে ধরে রেখেছে ফোঁটা ফোঁটা করে জমিয়ে রাখা বেদনার অজস্র বিন্দু। অনেকটা মনোলগের মত করে লিখে যাওয়া কবিতাগুলো। কোনোটায় রয়েছে একটা খণ্ড দৃশ্য, আর কোনোটায় হয়ত একটা পূর্ণ উপলব্ধি। ভালোবাসা, দু:খ আর বিরহের সাথে কবিতায় এসেছে ফিলিস্তিন, এবং ইরফান খান। "তুমি ফিরে এসো, যেনো, আমি তোমার ধানসিঁড়ি নদী", এরকম আকুতি অথবা, "একটা রিকশা করে যাওয়া যায় অনেকটা দূর, এই ধরো, মোহাম্মদপুর থেকে শ্যামলী হয়ে মিরপুর", এরকম সরল অভিব্যক্তি ভরা পাতায় পাতায়। আর রয়েছে একটা দুর্দান্ত সুন্দর উৎসর্গের পাতা। পড়ে যেতে ভালো লেগেছে। এই সময়ের একজন কবি যাকে নিজস্ব নি:সঙ্গতায় মনে পড়বে, এরকম খুব বেশি নেই। প্রহরীকে ধন্যবাদ।
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 24, 2025 04:35

June 4, 2025

আজ ১২ ই মে ...


প্রতিবছর ১২ মে এলে মালা-র কথা মনে পড়ে। এই দিনে অঞ্জন দত্তের জীবন থেকে চলে গিয়েছিল মালা। ১২ মে তারিখটা দেখার সাথে সাথেই নিজে নিজে গুনগুন করে উঠি গানটা। 

সাথে মনে পড়ে, আরও একটা জায়গার কথা। কুমিল্লার কোটবাড়িতে যেটার অবস্থান। পঞ্চাশ একরের মত জায়গা নিয়ে দেয়াল আর কাঁটাতার ঘেরা একটা এলাকা। ঠিক সিকি-শতাব্দী আগে সে জায়গা ছেড়ে চলে এসেছি, প্রথম কৈশোরের ছয়টি বছর সেখানে কাটিয়েছিলাম। 

মাঝের এতগুলো বছর যখনি সে-জায়গাটার কথা ভেবেছি, কোনও একটা নির্দিষ্ট অনুভূতিতে সীমাবদ্ধ থাকেনি মনের অবস্থা। কখনও ভালোলাগার ছবিগুলো তুলে এনেছে স্মৃতি, কখনও মনে পড়েছে ছোট্ট শিশুমনের ওপরে অহেতুক চাপের বেদনার্ত সময়ের কথা। জীবনের বিভিন্ন সময়ে এসে রহস্যময় স্মৃতি কেন যেন আলো ফেলেছে ভিন্ন ভিন্ন ছবির ওপর। আনন্দ, বেদনা, মাধুর্য ও তিক্ততায় মেশানো অদ্ভুত একটা সময় সেটা, অদ্ভুত একটা জায়গা। 

এবছর ১২ মে তে কী ভেবে টেনে নিলাম শাহাদুজ্জামানের এই বইটা। খাকি চত্বরের খোয়ারি।  

বেশ কয়েকবছর আগেই কেনা, পড়া হয়ে উঠছিল না। কিন্তু পড়ে বেশ ভালো লাগল। অনেকদিন পরে যেন নিজস্ব স্মৃতির পুকুরে চট করে একটা ডুব দিয়ে এলাম। আমার মনে হয়, সেসব চত্বরে ছয় বছর কাটিয়ে আসা প্রতিটা কিশোর-কিশোরীই নিজেদের খুঁজে পাবে এই বইয়ে। অবশ্য, আরও একটা কথাও মনে হল। সেই ছয় বছরের জীবনের যা-কিছু নিজের মনে করি, নিজস্ব মনে করি, সে-সবই আসলে বহু ব্যবহৃত রিপ্রোডাক্টিভ ছাঁচ। আমাদের আগে বহু কিশোর ঠিক এভাবেই এই সময়টা এখানে কাটিয়ে গেছে, আমাদের পরে এখনও কাটিয়ে যাচ্ছে অনেকে। আমরা কেউই কোথাও খুব এক্সক্লুসিভ কিছু না আসলে, ঝমঝম করে মুষলধারে পড়তে থাকা বৃষ্টির একেকটা ক্ষুদ্র ফোঁটা আমরা।


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 04, 2025 16:21

April 6, 2025

March 3, 2025

কাগজের জার্নাল


 

অনেকদিন পরে কাগজে লিখতে গিয়ে খেয়াল করলাম, লেখায় বাংলা-ইংরেজির মিশেল তেমন একটা হচ্ছে না, কথা বলতে গেলে যেটা এড়ানো খুব মুশকিল হয়। এর পেছনে কারণ কী হতে পারে?


একটা কারণ সম্ভবত, লিখতে গিয়ে ভাবনার সময় বেশি পাচ্ছি, কথা বলার তুলনায়। তার মানে, কথা যদি আরেকটু ধীরে বলি, তাহলে কি এটা এড়ানো সম্ভব?

চেষ্টা করে দেখতে হবে।
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 03, 2025 18:42

Tareq Nurul Hasan's Blog

Tareq Nurul Hasan
Tareq Nurul Hasan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Tareq Nurul Hasan's blog with rss.