২০১৫ সালের অমর একুশে গ্রন্থমেলায় আমার দুটি বই প্রকাশিত হয়েছে।
একটি রাজনৈতিক স্যাটায়ারসহ আরো কিছু গল্প নিয়ে ছোটগল্প সংকলন, "আশাকর্পূর", প্রকাশ করেছে বিপিএল। বইমেলার পর এটি মিলবে প্রকাশকের নিজস্ব বিতরণ ব্যবস্থার মাধ্যমে।
অপরটি পিচ্চিতোষ গল্প সংকলন, "হাবুলের জলদস্যু জাহাজ"। বইমেলার পর ঢাকায় শাহবাগের বইপাড়ার দোকান "পাঠশালা" এবং চট্টগ্রামে "বাতিঘর"-এ বইটি পাওয়া যাচ্ছে।