আমার নাম মাহবুব আজাদ। আমি লিখি। মাঝে মাঝে যখন একদম একা থাকি, যখন কেউ থাকে না কাছে, কেউ হাঁটে না পাশে, কেউ দূর থেকে জানালা খুলে উচ্চস্বরে জার্মানে ডাক দেয় না জানালার বাইরের পৃথিবীকে, তখন আমি সেই নির্জনতার সুযোগ নিয়ে নিজেকে বলি, আমি একজন গল্পকার।
শৈশব নিয়ে কিছু গল্প আমি প্রবাস জীবনের এক পর্যায়ে লিখেছি। সেই গল্পগুলো নিয়ে একটি বই প্রকাশিত হচ্ছে অনন্যা থেকে, নাম "মহারাজার বাইসাইকেল"। এর নাম বা
Published on February 09, 2013 22:23