এ বছর বইমেলায় প্রকাশিত হয়েছে আমার লেখা আর সুজন চৌধুরীর আঁকা একটি কমিক। বিস্তারিত জানতে দেখুন কালাইডোস্কোপ স্টুডিওর ওয়েবসাইট।
গত বছরে প্রকাশিত আমার গল্পগ্রন্থ "ম্যাগনাম ওপাস ও কয়েকটি গল্প" পাওয়া যাচ্ছে পাঠসূত্রে। স্টল নাম্বার ২০২-২০৩।
শস্যপর্বের পুরনো বইগুলোর মধ্যে আরও পাওয়া যাচ্ছে:
তারেক নূরুল হাসানের চমৎকার গল্প সংকলন কাঠের সেনাপতি
মাশীদ আহমদের কবিতা সংকলন এলোমেলো
বইগুলো নেড়েচেড়ে
Published on February 09, 2011 20:09