সুজন চৌধুরীর আঁকা এই চমৎকার লোগোটা বর্ষার বইমেলার [আনুষ্ঠানিক লোগো নয় যদিও]।
শাহবাগের আজিজ সুপার মার্কেট থেকে কাটাবনের কনকর্ড এম্পোরিয়ামে প্রকাশক রবিন আহসানের উদ্যোগে সরে এসেছে বইয়ের দোকানগুলো। কনকর্ড এম্পোরিয়ামে বছরের মাঝামাঝি একটা বইমেলাকে জনপ্রিয় করার লক্ষ নিয়ে গত বছর থেকে শুরু হয়েছে বর্ষার বইমেলা।
ডিসকাউন্ট ২৫%।
পাঠকদের কাছে অনুরোধ রইলো এই বইমেলাটিকে সমাগম দিয়ে জনপ্রিয় করে
Published on August 03, 2010 11:35