[পুরানো লেখা, নতুন করে গুছিয়ে লিখে আবার প্রকাশ করা হলো] ব্যাকট্র্যাকিং একধরণের ব্রুটফোর্স টেকনিক। ব্রুটফোর্সের মতই এটা সম্ভাব্য সবধরণের বিন্যাস-সমাবেশ থেকে ফলাফল খুজে নিয়ে আসে। যেমন ধর তোমাকে ঢাকা থেকে চট্টগ্রামার যাবার সবথেকে ছোটো পথ খুজে বের করতে বলা হলো। তুমি ডায়াক্সট্রার দেয়া অ্যালগোরিদম ব্যবহার না করে উত্তরা থেকে শাহবাগে যাবার যত পথ আছে সবগুলো […]
Published on September 20, 2016 04:30