‘তারুণ্য’ শব্দটাকেই আমার ভীষণ শক্তিশালী মনে হয়। তারুণ্য বয়স সীমা দিয়ে বেঁধে রাখার মতো কোন বিষয় নয়। তারুণ্য একটা বিস্ফোরণ, একটা স্ফুলিঙ্গ, একটা স্বপ্ন কিংবা শক্তির নাম যা ধারণ করতে হয় মনেপ্রাণে এবং কাজে।তারুণ্য মানেই দারুণ কিছু। ছকের বাইরে কিছু করা কিংবা বলা যায় দেয়াল ভেঙে চুরমার করে নতুন কিছু গড়ে তোলার প্রচেষ্টা। আর এই প্রচেষ্টা আর স্বপ্ন আমরা যতদিন বুকে ধারণ করবো ততদিন আমাদের লাল সবুজের বাংলাদেশ উজ্জ্বল হয়ে থাকবে গর্বে, অর্জনে। তারুণ্য হচ্ছে এমন একটা পরশ পাথর যেটাকে ঠিক মতো কাজে লাগাতে পারলে অনেক অসাধ্য কে সাধন করা সম্ভব।
Read More ...
Published on October 08, 2015 07:11