প্রোগ্রামিং শেখা শুরু করার সময় স্বাভাবিকভাবেই আমাদের মনে হাজারটা প্রশ্ন আসে এবং আসাটাই স্বাভাবিক কারণ জিনিসটা আমাদের কাছে নতুন। কিন্তু সমস্যাটা হয় উত্তর খুজতে গিয়ে, দশজনকে জিজ্ঞেস করে আমরা দশটা উত্তর পাই। কেও বলবে আগে সি শিখো, কেও বলবো পিএইচপি শিখে আউটসোর্সিং এ নেমে যাও, কেও বলবে অ্যালগরিদম শিখে প্রোগ্রামিং কনটেস্ট করো। কিন্তু আমরা করবোটা […]
Published on November 09, 2017 11:07