পহেলা বৈশাখের আগের দিনের রাতের এক ঘটনা নিয়ে লেখা বাপ্পী খানের থৃলার নিশাচর পড়ে শেষ করলাম মাত্র। মাত্র এক রাতের গল্প। কত কিছুই না ঘটে যায় এক রাতে! তাই ভাবলাম, পহেলা বৈশাখেই লিখে ফেলা যাক বইটার একটা রিভিউ। তাই গল্পের রেশ মাথা থেকে কেটে যাওয়ার আগে পাঠ প্রতিক্রিয়া লিখতে বসেছি।.
Published on April 13, 2018 13:41