নেমেসিস আসিমভের পরিণত বয়সের লেখা। বিশেষজ্ঞদের মতে আইজ্যাক আসিমভের ফাউন্ডেশন সিরিজের পর সেরা কাজ হচ্ছে এই নেমেসিস। নেমেসিসের মূল বৈশিষ্ট্য হলো, আসিমভ নিজেই স্বীকার করেছেন, এই লেখাটি তার অন্যান্য লেখার চেয়ে একটু আলাদা ধরণের। কেন? সেটা পড়তে গিয়েই টের পাওয়া যায়। নেমেসিস নিছক কোনো সায়েন্স ফিকশন নয়, এই লেখার মধ্য.
Published on February 04, 2018 07:05