প্রফেশনাল ওয়ার্ডপ্রেস থিম কনভার্সন কোর্স
লার্ন উইথ হাসিনহায়দার থেকে এইবার আমি, দুলাল ভাই এবং মোসাদ্দেক ভাই মিলে একটা চমৎকার কোর্স নিয়ে এসেছি ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের জন্য – “প্রফেশনাল ওয়ার্ডপ্রেস থিম কনভার্সন”। এই কোর্সে আমরা ১২টা প্রফেশনালি ডিজাইনড এইচটিএমএল টেমপ্লেট কে ওয়ার্ডপ্রেস থিমে কনভার্ট করে দেখাবো (ভিডিও টিউটোরিয়াল)। বরাবরের মতই আমাদের বাইট সাইজড, কিন্তু ডিটেইলড ভিডিও থাকবে যেটাতে কিনা আপনি অনেক বেশি ফোকাসড থেকে শিখতে পারবেন।
http://bit.ly/professional-wp-theme-c...
এই থিম গুলো ডিজাইন করেছেন দুলাল ভাই, এইচটিএমএলে কনভার্ট করেছে মোসাদ্দেক ভাই আর ওয়ার্ডপ্রেস কনভার্সন টা আমার করা। থিম কনভার্সন টিউটোরিয়াল গুলোর পাশাপাশি বোনাস হিসেবে থাকবে দুলাল ভাইয়ের “ইউজার ইন্টারফেস এবং থিম ডিজাইন (ফটোশপ)” নিয়ে কিছু চমৎকার আলোচনা। মোসাদ্দেক ভাইয়ের “পিএসডি থেকে এইচটিএমএল কনভার্সন” রিলেটেড বেস্ট প্র্যাকটিস এবং টিপস আর ট্রিকস নিয়ে আলোচনা। এই কোর্সে আমরা কি কি ক্যাটেগরীর থিম ডেভেলপ করব সেটা প্রোডাক্ট পেজে গেলেই দেখতে পাবেন।
এছাড়াও সকল সাবস্ক্রাইবারদের জন্য থাকবে প্রাইভেট গ্রুপের অ্যাকসেস, যেখানে কোর্স রিলেটেড যেকোন ইস্যু নিয়ে সাহায্যের জন্য আমরা তিনজন এবং অন্যরা তো আছেই। আর এখন এনরোল করলে পাবেন ২০০০ টাকার একটা হিউজ ডিসকাউন্ট!!!!
http://bit.ly/professional-wp-theme-c...
আপনাদের সুবিধার্থে আমরা পুরো কোর্সটিকে দুইটি পার্টে ভাগ করে দিয়েছি, যাতে আপনারা সহজেই সাবস্ক্রাইব করতে পারেন। এখন ডিটেইলস পেজে গেলে মেইন প্রাইসিং প্ল্যানের নিচে পার্ট ওয়ান এবং পার্ট টু দেখতে পাবেন। ইচ্ছা করলে পুরো কোর্সটিতেও সাবস্ক্রাইব করতে পারেন
Hasin Hayder's Blog
- Hasin Hayder's profile
- 7 followers

