'শাদা পরচুল অন্ধকার' সিরিজটি নিয়ে
শাদা পরচুল অন্ধকার যে সিরিজটি এটি নিয়ে অনেকেই নানারকম সন্দেহ, আলোচনা ও মত প্রকাশ করেছেন এবং অনেকে বলেছেন দুর্বোধ্য। কিন্তু আমরা যদি শাদা পরচুল আর বান মাছ দুটো প্রতীকের বিষয়ে সিদ্ধান্তে আসি এরা কি প্রকাশ করছে বিষয়টা অনেক সহজ হয়ে যায়। এই কারণে এই বইয়ের নামকরণ নিয়েই একটু বলি। আমরা জানি সুপ্রাচীন কাল থেকেই বিচার-আচার কিংবা সম্ভ্রান্ত বংশীয় লোকেরা ব্যবহার করেন শাদা পরচুল। এটা তারা দেন নিজের নিরপেক্ষতা প্রদর্শনের জন্যে, নিজের সুপিরিয়রটি বোঝানোর জন্য। কিন্তু এই পরচুলের আড়ালে তারা যে শঠতা, নীচতার অন্ধকার ঢেকে রাখছেন সেইটাই আশঙ্কার, অন্ধকারের বিষয়। শাদা পরচুল এখানে শাসক শ্রেণি বা উচ্চ শ্রেণি’র প্রতিভূ। আর উল্টো দিকে বান মাছ হচ্ছি এই আমরা, তুমি আমি ও সে। আমাদের জীবন চলে ওপারের শাদা চুলো বাবুদের ইশারায়, আর আমরা অচ্ছুৎ বান-মাছ নিচু জাত। এই বান মাছ জানে না কিংবা ভুলে গেছে তার দীর্ঘ বঞ্চনা, লাঞ্ছনা, না পাওয়ার ইতিহাস। আর তাই সে বিভ্রান্ত হয় প্রায়ই, শাসকের কূটচালে সে নিজের সাথে, সমাজের সাথে প্রতারণা করে বসে। আবার কঠোর শ্রম, বিপুল বিনাশ তার জীবনীশক্তির কিন্তু এ থেকে কিছু পায় না সে। এই দুটো প্রতীকের বিভিন্নমুখী সম্পর্কই শাদা পরচুল।
No comments have been added yet.


