সেই সব দিনরাত্রী ২

পরব ২

(৩)

আমার জনম আর দশটা সাধারণ বাঙালির মত পরিবারে যারা নিজেদের মুসলিম মনে করে, কিনতু সঠিক ইসলাম কি তা সমপরকে তাদের ধারণা নেই বললেই চলে! যতটুকু ধারণা আছে তা কেবল সাংসকৃতিক অবসথান থেকে নামাজ বা কুরআন পডা হতো শুধু দুনিযার ফাযদা লাভের জনয তা ভালো ফলাফল করার জনয হোক কিংবা বিপদ কাটানো হোক জীবনদরশনে ধরম খুব বেশি একটা পরভাব ফেলত না সমযে অসমযে টেলিভিশনে অসংখয ডিশ চযানেলের ফাঁকে ফাঁকে দেখতাম একজন কোট-টাই পডা শুকনা মানুষ উকি দিত তার মাথায টুপি, মুখে দাডি, হাত নেডে নেডে কি যেন বুঝাতো! তবে এই দৃশয হযতো...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 05, 2020 07:38
No comments have been added yet.