করোনাভাইরাস আর বিজ্ঞানপূজো

বিকেলে বাসায় থাকা হলে পরায়ই চা বা কফি খাওয়া হয় আসরের সালাত শেষে লেবু চা, সাথে পুদিনা বা তুলসি পাতার বৈঠক থাকে একদিন চা বানাতে গিয়ে ফেইসবুকে দেখা একটা কবিতা হঠাৎ মনে এল নাসতিকেরা বুক ফুলিয়ে বলছে

যদি বেঁচে যাও এবারের মতো,
যদি কেটে যায এ মৃতযুর ভয!
তবে মনে রেখো বাঁচিযে ছিল বিজঞান,
মনদির মসজিদ নয

কবিতা পড়ে মনে হলো বিজঞান বোধ হয় কোনো নব-দেবতা! আরোগযের ঝানডা দিয়ে সপরশ করে সুসথ করে তুলছে! তবে সবাইকে পারছে না মসজিদ-মনদির সব অকাজের তাই এবার বিজঞানেরই পূজো হোক নমঃনমঃ বিজঞানদেব!

[image error]

তার অলপকষণ পরই আরেকটা...

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 13, 2020 09:08
No comments have been added yet.