#rA_Bookclub
ইসলাম অন্যান্য ধর্মকে অনুমােদন দেয়নি। তাদেরকে ‘বাতিল বলে আখ্যায়িত করেছে। এ ব্যাপারে অনেক মুসলিমও এমন কথা বলে থাকেন যে ইসলাম শিখিয়েছে সব ধর্মকে সম্মান করতে, কাজেই কোনাে ধর্মকে ‘বাতিল’ বলা ঠিক নয়, এতে অন্যান্য ধর্মাবলম্বীরা কষ্ট পেতে পারে।
ভাই ও বােনেরা, এ বিষয়টাতে আমাদের খুব ভালোমতাে জ্ঞান থাকা জরুরি। ইসলাম সব ধর্মকে সম্মান দিতে শেখায় না; যেটা শেখায় সেটা হলাে, সব ধর্মের মানুষকে মানুষ হিসেবে প্রাপ্ত সম্মান দিতে। ধর্মকে সম্মান করা আর ধর্মের মানুষকে সম্মান করা এ দুটো বিষয়...
Published on October 02, 2020 20:47