বিসমিল্লাহির রাহমানির-রাহিম—দয়ার সাগর করুণার আধার আল্লাহর নামে।
পাঠক, ১০ টি কারণে আপনার ইসলাম বাতিল হবে।
১. প্রথমটা হলো আপনি যদি আল্লাহর সাথে আনুগত্যে কাউকে শরিক করেন। সুমহান আল্লাহ বলেছেন, ﴾আল্লাহ তাঁর সাথে কাউকে শরিক করলে কক্ষনো ক্ষমা করেন না। তবে এরচে কম কিছু হলে তিনি যাকে ইচ্ছে ক্ষমা করেন।﴿ [৪:১১৬] তিনি অন্য জায়গায় বলেছেন, ﴾যে আল্লাহর সাথে কাউকে সঙ্গী জুড়বে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করবেন। তার বাস হবে নরকে। দুরাচারীদের কোনো মদদগার নেই।﴿ [৫:৭২] এই ধরনের যে-কাজগুলো করলে আপনার ইমান থাকবে না তার মধ্যে আছে আল্লাহ ছাড়া অন্য কারও উদ্দেশ্যে পশুপাখি জবাই। যেমন যদি কোনো জিন বা কবরের উদ্দেশ্যে করেন।
Read more »
Published on April 07, 2021 08:40