চমৎকার দুইটা ইউএসবি ৩ পেনড্রাইভ

দেড়মাস আগে আইডিবি গিয়েছিলাম পেনড্রাইভ কিনতে, সেখানে কোর্সেয়ার এর এই দুইটা ইউএসবি ৩ পেনড্রাইভ দেখেই পছন্দ হয়ে গিয়েছিল। বামের লালটা ভয়েজার জিটি ১২৮ জিবি, এটার রিভিউও খুবই ভালো। স্পেশালি রাইট স্পিড দারুন, আসলেই দারুন 🙂

আর ডানেরটা দারুন একটা জিনিস, নাম প্যাডলক ৩, ৩২ জিবির একটা পেনড্রাইভ। কিন্তু সবচেয়ে জোশ ফিচার হলো এর হার্ডওয়ার লকের বিষয়টা (256-bit AES hardware encryption)। আপনি আপনার নিজের মতো কম্বিনেশন সেট করে লক করে রাখতে পারবেন। সঠিক কম্বিনেশন না দিলে পেনড্রাইভ ওপেন হবে না, ফাইলও ডিক্রিপ্ট হবে না 🙂 মাল্টিপল ফেইল্ড এটেম্পট এ ইউজার পাসওয়ার্ড লক হয়ে যাবে, তখন আর মাস্টার পাসওয়ার্ড ছাড়া খুলবেই না। পাসওয়ার্ড একেবারেই ভুলে গেলে ডাটা রিসেট করে ফেলা যাবে, পুরো ড্রাইভ তখন ক্লিন হয়ে যাবে। আমার কাছে খুবই ভালো লেগেছে ফিচারটা 🙂

যদিও আপনি চাইলে ম্যাকে এনক্রিপ্টেড ফাইলসিস্টেম ব্যবহার করে যেকোনো পেনড্রাইভকেই পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারবেন, উইন্ডোজেও বিটলকার দিয়ে পারবেন একই কাজ করতে – আর লিনাক্সে তো জিপিজি আছেই, তাছাড়া এক্সটার্নাল আরো সফটওয়্যার আছে একই কাজ করার জন্য। তবে হার্ডওয়্যার লকের বিষয়টা আমার কাছে ভালো লেগেছে অনেক 🙂

ভয়েজার জিটি (১২৮ জিবি) – দাম ১৯৫০ টাকা, আর প্যাডলক ৩ (৩২ জিবি) দাম ৯৫০ টাকা

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 26, 2021 08:36
No comments have been added yet.


Hasin Hayder's Blog

Hasin Hayder
Hasin Hayder isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Hasin Hayder's blog with rss.