কোভিড সাপোর্ট ফান্ড- ২০২০, ২০২১

কোভিড সাপোর্ট ফান্ড- ২০২০

২০২০ সালে ’করোনা’ নামক এক ভয়াবহ সংক্রামক রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। বাংলাদেশও এই রোগের সংক্রমণ থেকে রেহাই পায়নি। ফলশ্রুতিতে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সংক্রমণ কমাতে ’লকডাউন’ দেয়া হয়। এই ’লকডাউনে’ বিত্তশালীরা খাদ্য মজুদ করে রাখলেও বিপদে পড়ে দিনমজুর ও নিম্ন আয়ের লোকেরা।
মানবতার এই কঠিন সময়ে Mubashera Sisters গঠন করে ‘Covid support Fund ২০২০’ ।
দেশ-বিদেশ থেকে প্রাপ্ত অর্থ দিয়ে এবার চেষ্টা করা হয় সারা দেশের বিভিন্ন জেলার মানুষের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা দেয়ার। আমাদের পরিচিত কিছু স্বেচ্ছাসেবক ভাইদের সহায়তায় গাইবান্ধা, সিরাজগঞ্জ, বগুড়া ও নারায়ণগঞ্জে খাদ্য সহায়তা দেয়া হয়। এছাড়াও কিছু বিশ্বস্ত বোনদের সহায়তায় এমন কিছু পরিবারকে অর্থ সহায়তা দেয়া হয়, যাদের পক্ষে প্রকাশ্যে সাহায্য চাওয়া সম্ভব নয়। তাই তাদের পরিচয় প্রকাশ না করে অর্থ সাহায্য দেয়া হয়।
এভাবে পাঠক ও শুভাকাঙ্খীদের সহায়তায় আমরা বেশ কিছু গৃহবন্দী পরিবারকে সাহায্য করতে সক্ষম হই আলহামদুলিল্লাহ।

কোভিড সাপোর্ট ফান্ড – ২০২১
২০২১ সালেও বিশ্বে করোনার প্রকোপ কমেনি বরং ভাইরাসের নতুন ধরন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। ফলে এই বছরেও আবার লকডাউন দিতে হয়। এবারের লকডাউনে নিম্নবিত্ত ও দিনমজুরের পাশাপাশি মধ্যবিত্ত, বেসরকারী চাকুরিজীবী, ক্ষুদ্রব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়। কর্মহীন হয়ে পড়ে অসংখ্য মানুষ। এসব মানুষকে সাহায্য করার জন্য Mubashera Sisters এর পক্ষ থেকে ১ম বারের মতো আয়োজন করা হয় Webinar. এই Webinar থেকে প্রাপ্ত অর্থ প্রদান করা হয় কোভিড সাপোর্ট ফান্ডে।
এছাড়া বরাবরের মতো দেশ, বিদেশ থেকে অনেকেই অর্থ সাহায্য পাঠান।

এই অর্থ আমরা ঠাকুরগাঁও, দিনাজপুর, বগুড়া, গাইবান্ধা এবং ভোলার করোনা আক্রান্ত এবং করোনার কারণে কর্মহীন নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের মাঝে সফলভাবে বিতরণ করি আলহামদুলিল্লাহ। অর্থ বিতরণ প্রক্রিয়ায় আমাদের সহায়তা করেন এইসব জেলায় বসবাসরত আমাদের নিকটাত্মীয়রা ।

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 13, 2022 02:51
No comments have been added yet.


Hamida Mubasshera's Blog

Hamida Mubasshera
Hamida Mubasshera isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Hamida Mubasshera's blog with rss.