সম্প্রতি মুক্তি পেতে চলেছে ঋক অমৃত ও রোহিণী চ্যাটার্জী অভিনীত “দা লাস্ট সেলিব্রেশান”। এই লাস্ট যৌনতার অর্থাৎ, এ এক যৌনতার উদযাপনের গল্প বলা যায়। গল্পটি থ্রিলার ঘরানার, তবে থ্রিলারের যেই বৈশিষ্ট্য আমাদের চোখে ভাসে তার থেকে এই গল্পের থ্রিল অন্য জায়গায়।
পরিচালক সৌম্য এই ছবি সম্বন্ধে কথা বলতে গিয়ে জানান, "আজকাল সমাজের মধ্যে প্রতিনয়ত সম্পর্কগুলো এতো অদ্ভুত হয়ে যাচ্ছে, যে মাঝে মাঝে বাস্তব কল্পনাকে হার মানাতে থাকে। আমাদের এই সিনেমা সেই সম্পর্ক নিয়ে। এক কালীপুজোর রাতে এক মহিলা ও পুরুষের আনন্দ উৎসব হঠাৎ ক...
Published on November 12, 2019 00:22