ভালোবাসারই দিবস আসবে তবে
পারভেজ হুসেন তালুকদার
মানুষে মানুষে ভালোবাসা হোক গাঢ়
বিবাদ-বিভেদ দীর্ঘ না হোক আরো
অধিকার হেরে কেউ বা না হোক দুখী
পথেঘাটে পড়ে না থাকুক পোড়ামুখী।
যত বাঁধা আর অশুভ হৃদয় চিরে
মানুষে মানুষে সমতা আসুক ফিরে
ধরাতে সকলে সমান যখন হবে
ভালোবাসারই দিবস আসবে তবে।
The post ভালোবাসারই দিবস আসবে তবে appeared first on Parvej Husen Talukder.
Published on February 13, 2024 19:50