পরিষ্কার নীল আকাশে ছেঁড়া তুলোর বিক্ষিপ্ত শুভ্রসাদা মেঘ ঝুলে আছে, খালের বাঁক থেকে মোড় নিলেই মাথাচাড়া দিয়ে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে নাম না জানা পাহাড়, সবুজে ছেয়ে থাকা অরণ্য আর প্রাকৃতিক সৌন্দর্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কাছে টেনে নেওয়ার; আর তোয়াইন খালের বাঁক কেটে ট্রলার ছুটে চলেছে নেটওয়ার্কবিহীন পাহাড়ের গহীনে।
Published on July 24, 2023 08:22