রাজাকার মিডিয়া
ওইসব সময় বেদনাদায়ক, যে সময়ে দাঁড়িয়ে আপনি ঠিকঠাক বুঝতে পারবেন, কারা কারা মাথা বিক্রি করে দিয়েছে, কাদের অন্তরে পড়েছে সিলমোহর, কাদের অন্তরে সহজ সত্য পৌঁছায় না, কারা মিথ্যেকে করেনিয়েছে নিত্যসঙ্গী। তবে বেদনাটা সীমাহীন ক্ষোভ তৈরি করে যখন মিডিয়া মাথা বিক্রি করে। মিডিয়ার মাথা বিকিয়ে দেওয়া সতীত্ব বিকানোর চেয়েও বেশি অশ্লীল। এমনকি ব্যস্ত রাস্তার বিলবোর্ডে নীল ছবি চালিয়ে দেওয়া যত অশ্লীল দেখাতে পারে, তারচেয়ে বেশি অশ্লীল লাগে যখন ক্যামেরার সামনে মাথা বিক্রি করা সাংবাদিক এসে দাঁড়ান।
প্রথমে মোব...
Published on July 24, 2024 00:03