অবসিডিয়ান নোট ক্লাউডে সিংক করুন একদম ফ্রি ফ্রি

যখন তখন নোট রাখার জন্য, প্ল্যানিং এর জন্য কিংবা নোশন এর বিকল্প হিসেবে অবসিডিয়ান একটা দুর্দান্ত অপশন, এবং কমপ্লিটলি ফ্রি। আপনি যদি এখনো অবসিডিয়ান ইউজ না করে থাকেন তাহলে আজকেই একটা ট্রাই দিন – ভালো লাগবে এইটা নিশ্চিত। গুগল কিপ বা মাইক্রোসফটের ওয়ান নোটের মতো জটিল না – একদম সিম্পল আর ইজি। আর উইন্ডোজ, লিনাক্স কি মোবাইল সব জায়গাতেই ব্যবহার করতে পারবেন।

অবসিডিয়ান এর একটা ফিচার আছে যেখানে নোটগুলো ক্লাউডে সিংক করে রাখা যায়। অর্থাৎ আপনি নোট লিখলেই সেটা ক্লাউডে সেভ হয়ে যাবে, পরবর্তীতে অন্য কোনো ডিভাইসে সিংক করে রাখা নোটগুলো একসেস করতে পারবেন। এই দরকারি ফিচারটা কিন্তু ফ্রি না – এটার জন্য আপনাকে অবসিডিয়ান সিংক নাম একটা ফিচার কিনতে হবে। কিন্তু একটু চালাক হলেই এই ফিচারটাও আপনি একদম ফ্রি ইউজ করতে পারবেন। কিভাবে?

একদম সিম্পল। আপনার মেশিনে গুগল ড্রাইভ বা ওয়ানড্রাইভ বা ড্রপবক্স ইনস্টল করে নিন। অবসিডিয়ান যেই ফোল্ডারে সব নোটগুলো সেভ করে রাখে (যেটাকে অবসিডিয়ান ভল্ট বলে ) সেই ভল্ট ফোল্ডারটা এই গুগল ড্রাইভ / ওয়ানড্রাইভ বা ড্রপবক্সের সাথে সিংক করে নিন। এর ফলে যখনি আপনি কোনো নোট এডিট করবেন বা নতুন নোট লিখবেন সাথে সাথে সেটা আপনার ক্লাউড ড্রাইভে আপলোড হয়ে যাবে, যেটা পরবর্তীতে অন্য মেশিনে সিংক করে নিতে পারবেন চাইলেই।

অবসিডিয়ান ইউজ না করে থাকলে আজকেই একটা ট্রাই দিয়ে দেখুন, আর ছাড়তে পারবেন না।

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 13, 2025 07:06
No comments have been added yet.


Hasin Hayder's Blog

Hasin Hayder
Hasin Hayder isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Hasin Hayder's blog with rss.