আমি পাঠক বলছি: পাঠকের অপছন্দের ট্র্যাকে ছুটে চলা এক বুনো লেখকের গল্প


সেলিম মোরশেদ যেন বা ব্যক্তিগত আমোদেই পাঠকের সামনে এক দেয়াল তুলে তার গল্পগুলো বলে গেছেন। সম্ভবত চেয়েছেন, পাঠক তাকে আবিষ্কার করুক। লেখক যখন চাইবেন পাঠক তাকে নিজ দায়িত্বে আবিষ্কার করুক তখন দিশাহীন পাঠকের দিকে হাত বাড়ানো উচিত লেখকের। অন্ততপক্ষে আলো জ্বেলে পথ দেখানোর উপলক্ষ তৈরি করতে পারেন লেখক। কিন্তু মনে হয়েছে, সেলিম মোরশেদ পাঠকের দিকে হাত বাড়াননি। এমনকি কোনো আলোও জ্বেলে দেননি যা পাঠককে পথ দেখাবে। ফলে, লেখার গোলকধাঁধায় হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে পাঠক তাকে আবিষ্কার করতে গিয়ে উদ্যম হারিয়ে ফেলার সম্ভাব...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 03, 2025 07:38
No comments have been added yet.