মনের বাগানে গোলাপ ফুটেছে
পারভেজ হুসেন তালুকদার
মনের বাগানে গোলাপ ফুটেছে রঙ টুকটুকে লাল
সে ফুল তুলতে হবো বুঝি আমি ষোলোআনা নাজেহাল।
ফুলের কাঁটারা লাজের বরনে বাঁধা দেবে জানি ঠিক,
মনের মরুতে চোরাবালিগুলো ফাঁদ এঁটে চিকচিক।
তবু আমি ফের প্রেমের যাদুতে মুছে নিবো বাঁধা সব,
মনের বাগানে ফোটা ফুল হবে প্রেম-পণে কলরব।
রচনাকাল: ১৩ এপ্রিল ২০২৫ ইং (সিলেট)
Published on April 13, 2025 02:54