চলে গেলেন কাক

 


কাকদৃষ্টি বন্ধ হল। কার্টুনিস্ট কাক এই দুনিয়াকে বিদায় জানালেন। ভারতবর্ষের পলিটিকাল কার্টুন আর হিন্দি ব্যাঙ্গচিত্রের একটা যুগ শেষ হল। ছোটবেলা থেকে পাড়ার যে খিল্লিবুড়ো বা খুসট বুঢঢাকে দেখে আসছি, তিনি ছুটিতে গেলেন। প্রায় ষাট বছর ধরে প্রতিদিন অন্তত একটা কার্টুন এঁকেছেন কাক, একদিনও ছুটি নেননি। একবার বেনারসে একটা প্রোগ্রামে এসেছেন, আমিও দেখতে গেছি। কে যেন তাঁকে হরিশজি, শুক্লাজি বলে ডাকতে তিনি মঞ্চে না উঠে বসেই আছেন, উত্তরও দেননি। পরে জিজ্ঞেস করতে বলেছিলেন, ওই শুক্লাজি শুনলে তিনি কানেক্ট করতে পারেন না। যবে থেকে কলম ধরেছেন, তিনি আমরণ কাক হয়েই থাকবেন। কাকটুন্স আর কাকদৃষ্টির কার্টুন সিরিজ দেখে হিন্দি বেল্টের একটা গোটা প্রজন্মের রাজনৈতিক চৈতন্য হয়েছিল, তা বলা ভুল হবে না।থ্যাঙ্কিউ কাক! আপনি থাকছেন স্যার!
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 01, 2025 03:16
No comments have been added yet.