পাঠ অভিজ্ঞতার তিন স্তর




পাঠ অভিজ্ঞতা তিন স্তরে থাকতে পারে। ১) শৈশব (মুগ্ধতা), ২) যৌবন (প্রশ্ন) এবং ৩) পূর্ণতা (উপলব্দি)। 

যখন একটা বই পড়ে যেতে ভালো লাগে তখন পাঠকের অভিজ্ঞতা মুগ্ধতার শৈশব স্তরে থাকে, এই মুগ্ধতা কেটে না যাওয়া পর্যন্ত সাধারণত যা-ই সামনে আসে পাঠক তা-ই গ্রহণ করতে প্রস্তুত থাকে। যদি পাঠ অভিজ্ঞতা কেবল মুগ্ধতার স্তরেই থেকে যায় তবে সেই পাঠক আনন্দ নিয়েই পড়ে যান কিন্তু আটকে থাকেন পাঠঅভিজ্ঞতার শৈশবেই।

পাঠের শৈশাবস্থা কাটিয়ে উঠতে পারলে পাঠঅভিজ্ঞতা যৌবনে পা দেয় এবং সতর্ক হয়ে ওঠে পাঠক। অল্প বিস্তর চ্যালেঞ্জ ছুঁড়তে থাকে...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 12, 2025 22:26
No comments have been added yet.