রোজনামচা

 


রান্না আর খাওয়া করতে করতেই অর্ধেক দিন কেটে যায়। রোজ রোজ আর কে করছে? থোড় বড়ি খাড়া খেয়েই চলছে। চিঁড়ে দই, ওটস আর সবজি সিদ্ধের ছবি তো কেউ তোলে না, এইসব দেখতে ভালো লাগছিল বলে তুলে রাখা হয়েছিল। এমন শ পাঁচেক ছবি আছে। গত দশ বছরে কী কী খেয়ে বেঁচে আছি, গুগল ফটোতে গেলেই দেখা যায়। মন্দ লাগে না। বেশ একটা নস্টালজিয়া হয়। এই একটা কাজ, রান্না; আমি একেবারে নিজে নিজে শিখেছি। আর খুব একটা মন্দ রাঁধি বলে মনে হয় না। অন্তত খেয়ে নেওয়া যায়। দরকার পড়লে স্পেশাল পদও রেঁধে দেব ইউটিউব দেখে, সেই বিশ্বাস জন্মে গেছে পনেরো বছরে।










 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 22, 2025 03:28
No comments have been added yet.