আমি গত বছর একটি গল্পগ্রন্থ লিখে বইমেলায় একটি পুরস্কার পেয়ে গিয়েছিলাম। পুরস্কারের আশায় আমি কখনো কিছু লিখিনি, তাই প্রত্যাশার বাইরে ছিলো বলে আনন্দিত হয়েছিলাম। পুরস্কারটি কলেবরে ছোটোখাটো হলেও স্বীকৃতির দিক দিয়ে সেটি আনন্দদায়ক ছিলো, নতুন লেখকের প্রথম গল্পগ্রন্থ ক্যাটেগোরিতে সেটি কয়েকজন জুররের চোখে সেরা হিসেবে বিবেচিত হয়। আমার আনন্দ আমার পরিবারের সদস্যরাও ভাগ করে নিয়েছিলেন। আমার বোনের ছেলে
Published on February 14, 2011 04:11