পাঠকের জন্যে সামান্য প্রিভিউয়ের ব্যবস্থা করতে পারলে মন্দ হয় না ভেবে গুগল বুকসের সাম্প্রতিক পার্টনার প্রোগ্রামে যোগ দিলাম। সূক্ষাতিসূক্ষ্ম প্যাঁচঘোঁচ বুঝতে কিছুটা বাকি আছে, তাই আপাতত সামান্য প্রাগদর্শন এমবেড করে দিয়ে যাই।
গুগল বুকসে যোগ করেছি "ম্যাগনাম ওপাস ও কয়েকটি গল্প"।
[]
Published on December 18, 2010 20:48