মাসুদা ভাট্টি সম্পাদিত একপক্ষ পাক্ষিকের উৎসব সংখ্যায় আমার একটি উপন্যাস ছাপা হয়েছে, নাম শবর। পড়ার আমন্ত্রণ রইলো সকল পাঠকের জন্যে। একপক্ষ পাওয়া যাচ্ছে হাতের কাছে সকল স্টলে।
একপক্ষের অনলাইন সংস্করণেও পাওয়া যাবে উপন্যাসটি, পড়া যাবে এখানে।
উপন্যাসটির জন্যে পনেরো হাজার শব্দ বরাদ্দ দেয়া হয়েছিলো সম্পাদকের দপ্তর থেকে। এটুকু পরিসরে শবর ফুটে ওঠেনি ঠিকমতো। আমি এই উপন্যাসটি পরিবর্ধন ও পরিমার্জন করে
Published on September 12, 2010 17:05