অবশেষে ঢাকায় একটা বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে আমার বই, "ম্যাগনাম ওপাস ও কয়েকটি গল্প"।
ঠিকানা দিচ্ছি।
পাঠসূত্র
কনকর্ড টাওয়ার, প্রথম তলা
কাটাবন
দিচ্ছি ম্যাপও।
*সংযোজনঃ
চট্টগ্রামেও বইটি পাওয়া যাচ্ছে নন্দনে। নন্দনের ঠিকানা জানি না, তবে সচল নীড় সন্ধানীর সৌজন্যে একটি গুগলম্যাপ পাওয়া গেছে, সেটি তুলে দিচ্ছি।
এছাড়া সিলেটে প্রকাশকের গুহা থেকেও সংগ্রহ করা যাবে বই। ঠিকানাঃ
১০৪ রাজা ম্যানশন
৩য় তলা
Published on April 17, 2010 10:44