এক-একটা সময় আসে। দ্বিধার। কথাটা কি বলা ঠিক হবে? সে কি ভাবলো? তার মনে কোন কথা অনুক্ত রয়ে গেছে? চিন্তাটা মনের মধ্যে খচখচ করতে থাকে। সহজে প্রকাশ করা যায় না। উড়েও দেয়া যায় না। তার না-বলা-কথা হয়তো ভাবভঙ্গী দিয়ে প্রকাশিত হয়। কিছুটা। তবুু বিষয়টা আবছায়া আড়ালে থেকে যায়। পরিস্কার হয় না। চোখ কি কথা বলে?
Continue reading মনে কী দ্বিধা রেখে গেলে চলে →
Published on February 13, 2015 08:07