সচলতা

পৌরাণিক দুর্গের ভেতর থেকে বেড়িয়ে আসে সেই চিৎকার।
শয়তানের পৈশাচিক গর্জনের তীব্রতায় রক্ত প্রবাহ দ্বিধাগ্রস্ত হয়,
ভাবনা গুলো আটকে থাকে অন্তর্জলের বুননে।
বর্ণদের মধ্যে যুদ্ধ হয়।
সেই চিৎকার। আরেকটি বার।

প্রকম্পন।
নিস্তব্ধতার মাঝে প্রতিধ্বনিত হতে থাকে বিধ্বস্ত হবার আগ পর্যন্ত।
পৌরাণিক বই, পৌরাণিক আবেগের পৌরাণিক উল্লাস।
রাস্তায় ছিটকে পরে খানিক রক্ত।
লাল রক্ত।
টাটকা।

রক্তের গন্ধে হাঙ্গরের মস্তিষ্কর পাগলা ঘণ্টা বেজে উঠে।
করুণাহীন অসুরের উন্মাদনায় কম্পিত রাজপথ শূন্যতায় মেলায় সহস্র মানুষের ভীরে।

খানিক পরে দেবতার খোলস ছিঁড়ে বেড়িয়ে আসে অপদেবতা - হিংস্রতায় পরিণত স্বত্বা নিয়ে।

হাজার বছরের অন্ধ উল্লাসে আবার মেতে ওঠা সূর্য অস্ত'র প্রাক্কালে।
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 13, 2015 04:24
No comments have been added yet.